প্রকৃতি, পরিবেশ ও পর্যটনবিষয়ক ইনফো শো ‘রিভার টক’

নদীমাতৃক বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে একের পর এক নদী। বাংলার প্রাণ নদীগুলো বাঁচাতে নাগরিক সচেতনতাসহ সমন্বিত একটি উদ্যোগ নদী প্রকৃতি, পরিবেশ ও পর্যটনবিষয়ক অনলাইনভিত্তিক ইনফো শো ‘রিভার টক’। এ দেশ নদীমাতৃক দেশ। নদীই আমাদের জীবনরেখা। আর এদেশের ভূ-ভাগ পলি দ্বারা গঠিত। হাজার হাজার বছর ধরে নদীবাহিত পলি জমে ধীরে ধীরে সাগর থেকে জেগে উঠেছিল এই গাঙ্গেয় ব-দ্বীপ। এরপর উদ্ভিদ গাছপালা জন্মে বনভূমি ও জলাভূমি তৈরী হয় এবং জলে-স্থলে নানা প্রজাতির পশু-পাখি-মাছ ও প্রাণীর আবাসন তৈরী হয়। এক সময়ে এই নদীবিধৌত কর্দমাক্ত ভূমিতে আমাদের পূর্ব পুরুষেরা আবাস গড়ে তুলেছিল। এ নদীমালা আমাদের আবাসভূমি গঠন করেছে, জনপদ সৃষ্টি করেছে, খাদ্য জুগিয়েছে, হাজার হাজার বছর ধরে বয়ে নিয়ে চলেছে আমাদের কৃষ্টি-সংস্কৃতি। নদী আমাদের অস্তিত্ব, আমাদের জাতীয় সম্পদ, দেহের রক্তকণিকার মত পবিত্র আমাদের নদীর জল। এ আমাদের তৃষ্ণা মেটায়, ফসল ফলায়, মাটিকে করে উর্বর ও সরস। আর সেই নদীই আজ দূষণে দখলে বিপন্ন। বিপন্ন থেকে বিলুপ্তির পথে। প্রতিদিনই বিলুপ্তপ্রায় নদীর তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। এ অবস্থা থেকে পরিত্রাণের উপায় নদীর প্রতি যতœশীল হওয়া এবং সমগ্র জনগোষ্ঠীর মধ্যে নদী ভাবনা তৈরী করা। আর সে লক্ষ্যেই রিভারটক অনুষ্ঠানের আয়োজন।নদী ও পরিবেশভিত্তিক সংগঠন নদী পরিব্রাজক দল, জাতীয় নদী রক্ষা কমিশন, ইসাবেলা ফাউন্ডেশন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, পাঠশালা ও ট্যুরিজম অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ যৌথ আয়োজনে নদী সুরক্ষার এ সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানটি নদী পরিব্রাজক দলের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি মো. মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ-জামান খান কবীর, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, নদী ও জীববৈচিত্র্য গবেষক ড. এ এইচ এম আলী রেজা, ইসাবেলা ফাউন্ডেশনের গবেষণা প্রধান ড. আনিসুজ্জামান খান, কৃষি ও গণমাধ্যম কর্মী চাষী মামুন, কৃষি বিজ্ঞানী ড. পরিতোষ কুমার মালাকার ও ড. কামরুল ইসলাম মতিন।


শেয়ার করুন