পৌরহিত নিত্যরঞ্জন সহ সকল গুপ্তহত্যার বিচার দাবীতে মানববন্ধন

erf3434r4নিজস্ব প্রতিনিধি :

পাবনার হেমায়েতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সেবাশ্রমের পৌরহিত নিত্যরঞ্জন পান্ডে (৬২)কে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও সকল গুপ্ত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে কক্সবাজারে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১ জুন বিকেল ৩টায় শহরের গোলদীঘির পাড় হতে হিন্দু ধম্বালম্বী বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কক্সবাজার পৌরসভা চত্বরে এসে শেষ হয়। মিছিল পরবর্তী মানব বন্ধনে এ নিন্দা জানানো হয়।
মানববন্ধনত্তোর প্রতিবাদ সভা সৎসঙ্গ কক্সবাজার এর ঋত্বিক বিশ্বনাথ চক্রবর্তী সভাপতিত্বে ও সাংবাদিক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি এডভোকেট রনজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা, হিন্দু, বৌদ্ধ, খৃীষ্টান ঐক্য পরিষদ, কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, অধ্যাপক অজিত দাশ, সদর পূজা উদযাপন পরিষদ সভাপতি দীপক দাশ, সাধারণ সম্পাদক এডভোকেট বাপ্পী শর্মা, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ চন্দন দাশ, শীল প্রভূপাদ হর গোবিন্দ গোস্বামী স্মৃতি যুব পরিষদ সভাপতি প্রবীর পাল, রামু সৎসঙ্গের বাচ্চু পাল সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা।
সভায় বক্তারা বলেন, জঙ্গিবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে শান্তিময় বাংলাদেশকে বর্হিবিশ্বে প্রশ্নবিদ্ধ করতে গভীর ষড়যন্ত্রের চক্রান্তে লিপ্ত রয়েছে। সাম্প্রতিক এ হত্যাকান্ড গুলো এরই একটি অংশ। বক্তরা নিত্যরঞ্জন পান্ডে সহ সকল গুপ্ত হত্যার বিচার দাবী করেন।


শেয়ার করুন