পৌরসভায় ডিজিটাল সেন্টারে ভাংচুর

yyyyyy.jpgsssচীফ রিপোর্টার, সিটিএন:
কক্সবাজার পৌরসভায় ডিজিটাল সেন্টারে ভাংচুর করা হয়েছে। ১০নং ওয়ার্ডের কাউন্সিলর জাবেদ কায়সার নোবেল। এসময় তারা কম্পিউটারসহ আরো কিছু সরঞ্জাম ভাংচুর করেছে। বুধবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।
পৌরসভা সূত্রে জানা যায়, জন্ম নিবন্ধন ইস্যুকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ডিজিটাল সেন্টারের কম্পিউটার ম্যানের উপর ক্ষুব্ধ হয়ে জাবেদ কায়সার নোবেল ভাংচুর চালান।
জাবেদ কায়সার নোবেল জানান, জন্ম নিবন্ধন তৈরিতে গ্রাহকদের কাছ টাকার নেন কম্পিউটার ম্যান আনিস। মেয়রসহ কাউন্সিলরা তাকে বারণ করার পরও সে এই অনৈতিক কার্যক্রম অব্যাহত রাখেন আনিস। তাই তাকে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কাজ থেকে বিরত থাকতে বলা হয়। কিন্তু তা না মেনে কাজ করে আনিস। তাই ক্ষুব্ধ হয়ে আমি ভাংচুর করেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করে আনিস।
ঘটনার সত্যতা স্বীকার করে কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনাটি আমরা বসে মীমাংস করবো।’


শেয়ার করুন