পেশোয়ারের আদালতে বোমা হামলা নিহত ১৭, আহত ৩০

Pak-court-400x240সিটিএন ডেস্ক:

পাকিস্তানের পেশোয়ারে একটি আদালত প্রাঙ্গণেআত্মঘাতি বোমা হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩০জন। নিহতদের মধ্যে দুই পুলিস সদস্য ও এক নারী রয়েছেন। সোমবার পেশোয়ারে চারসাদ্দার শাবকদর এলাকায় এ ঘটনা ঘটে।

জঙ্গি সংগঠন জামায়াতুল আহরার সাংবাদিকদের কাছে পাঠানো ইমেইল বার্তায় এ হামলার দায় স্বীকার করেছে। আহরার নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) থেকে বেরিয়ে যাওয়া একটি দল।

ই-মেইল বার্তায় বলা হয়, মুমতাজ কাদরির ফাঁসি কার্যকর করার প্রতিশোধ হিসেবে এ হামলা করা হয়েছে। কাদরি পাঞ্জাবের সাবেক গভর্নর সালমান তাসিরের খুনী।

জেলা পুলিশ কর্মকর্তা সোহাইল খালিদ ডনকে জানান, একজন অত্মঘাতী এ বোমা হামলা করেছে। হামলাকারী দায়রা আদালত প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করলে গেটেই বাধা দেয় পুলিশ সদস্যরা। একপর্যায়ে পুলিশ হামলাকারীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পরে হামলাকারী বিকট শব্দে বিস্ফোরণ ঘটায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে বিস্ফোরণের পর তারা গুলির শব্দ শুনেছেন। হতাহতদের শাবকদর হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল প্রশাসন জানিয়েছে, তারা ১৩ টি মরদেহ গ্রহণ করেছে।

হামলার সময় আদালত প্রাঙ্গণ মানুষে পরিপূর্ণ ছিল। এলাকাটি সিলগালা করে দেয়া হয়েছে।


শেয়ার করুন