পেকুয়ায় ২০দলের ডাকা সকাল সন্ধ্যা হরতাল ঢিলেঢালা ভাবে পালিত

পেকুয়া  প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় বিএনপি নেতৃত্বাধীন ২০দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে। গত ২৭ডিসেম্বর গাজীপুর বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার সমাবেশস্থলে প্রশাসন ১৪৪ধারা করা এবং বিএনপি নেতাদের মুক্তির দাবীতে ২৯ ডিসেম্বর সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। হরতালের কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে পেকুয়ায়ও ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলের কয়েকজন নেতাকর্মী জড়ো হয়ে পেকুয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কিছুক্ষন অবস্থান নেয়। এছাড়া উপজেলা প্রধান সড়কসহ বিভিন্ন সড়কে রিক্সা, মোটর সাইকেল, টমটম, সিএনজি, মাহিন্দ্রা ও জীপ গাড়িসহ নানা ধরণের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করেছে। অন্যান্য দিনের চেয়ে হরতালের দিন যানবাহনের সংখ্যা কম ছিল। বিভিন্ন সরকারী-বেসরকারী অফিস, আদালত ,বীমা ও শিক্ষা প্রতিষ্টানসহ দোকানপাট প্রতিদিনের ন্যায় খোলা ছিল। হরতালের ডাক দেওয়া হলেও রাস্তায় কোন ধরণের পিকেটিং এবং গাড়ী ভাংচুরের ঘটনা ঘটেনি। রাস্তায় কোন ধরণের পিকেটার চোখে দেখা যায়নি। সরেজমিন ঘুরে দেখা যায়, বিএনপির সকাল সন্ধ্যা হরতাল পেকুয়ায় কোন ধরণের প্রভাব ফেলতে পারেনি। তারপরও নাকশতা ঠেকাতে পেকুয়া থানা পুলিশের বিভিন্ন টিম উপজেলার বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। এদিকে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিবের নেতৃত্বে একটি পুলিশ টিম বিভিন্ন পয়েন্টে টহল দেয়। অপরদিকে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে বাজারের পশ্চিম পার্শে¦ উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ ব্যাপারে পেকুয়া থানার ওসি মো.আবদুর রকিব জানান পরিস্থিতি মোকাবেলা করতে পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে।


শেয়ার করুন