পেকুয়ায় সম্প্রীতি সমাবেশে ইউএনও-ওসি: কোন সহিংসতা-ছিনতাই বরদাশত করা হবে না

unnamed (4)
পেকুয়ায় হরতাল অবরোধে নাশকতা ছিনতাই চাঁদাবাজি ঠেকাতে মাঠে নেমেছেন ইউএনও-ও.সি। উপজেলার পহরচাঁদা থেকে সালাহউদ্দিন ব্রীজ পর্যন্ত এলাকা সহ পুরো উপজেলায় গণবিরোধী এ কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে তারা বলেছেন, এখন থেকে জাতীয় রাজনীতির হরতাল অবরোধ কর্মসূচীকে পুঁজি করে পেকুয়ায় সন্ত্রাস, সহিংসতা, নাশকতা, ছিনতাই ও চাঁদাবাজি বরদাশত করা হবে না। ভবিষ্যতে এধরনের অপরাধে জড়িতদের তালিকা করে তাদের বরাবরে পাঠিয়ে দেওয়ার জন্য উপস্থিত জনসাধারণকে আহব্বান জানিয়ে ইউএনও মারুফুর রশিদ খাঁন বলেছেন, আইন ও আদালত জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার নির্দ্দেশনা সাংবিধানিক ভাবেই স্বীকৃত। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের জীবন যাত্রা স্বাভাবিক ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পেকুয়ার প্রশাসন বদ্ধপরিকর। সরকার ও উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দ্দেশনা বাস্তবায়নই স্থানীয় প্রশাসনের রুটিন ওয়ার্ক। জাতীয় রাজনীতির জের ধরে আহুত হরতাল অবরোধ কর্মসূচীকে পুঁজি করে কারোই সন্ত্রাস, সহিংসতা, নাশকতা, ছিনতাই, চাঁদাবাজি বা যান-জন চলাচলে বাঁধা দেওয়ার অধিকার কারো নেই। এসব অপকর্মে জড়িতরা রাজনৈতিক কর্মী হতে পারে না। এদের চিহ্নিত করে প্রতিরোধ ও আইনের হাতে সৌপর্দ করা প্রতিটি শান্তি প্রিয় নাগরিকের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। তারা এসময় উপস্থিত অনুপস্থিত সকল রাজনৈতিক মতাদর্শীদের সকল উস্কানী ইন্দনকে পাশ কাটিয়ে ধৈর্য্য ও সহনশীলতার সহাবস্থান বজায় রেখে হরতাল অবরোধ কেন্দ্রীক সহিংসতা, সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি ও গাড়ি চলাচলে বাঁধাদানের প্রবণতা বন্ধে সর্বদলীয় শান্তি কমিটি গঠনের জন্য আহব্বান জানান।
বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পেকুয়ার রাজনৈতিক সহিংসতার ঝুঁকিপূর্ণ স্পট হিসাবে পরিচিত উপজেলার বাঘগুজারা সাঁকোরপাড় ষ্টেশনে এক সম্প্রীতি সমাবেশ আহব্বান করে। শিলখালী ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ নুরুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট মোঃ মারুফুর রশিদ খাঁন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পেকুয়া থানার অফিসার ইনচার্জ(প্রশাসন) মোঃ আবদুর রকিব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিলখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাষ্টার আলহাজ্ব মোঃ জুবাইর আহমদ, শিলখালী ইউপি’র সাবেক মেম্বার আওয়ামীলীগ নেতা মোঃ আবুল হাসেম, পেকুয়া সদর ইউপি’র সাবেক মেম্বার মোঃ নুরুল কবির, শিলখালী ইউপি’র ৭নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোঃ নুরুল আলম, ৭নং ওয়ার্ডের মেম্বার বিএনপি নেতা মোঃ আবুল কালাম এম.ইউ.পি, ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবদুস ছামাদ এমইউপি, সাঁকোরপাড় ষ্টেশন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ কায়ছার প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী সাংবাদিক এম দিদারুল করিম, পেকুয়া বিওজেএ’র সভাপতি সাংবাদিক এস.এম.ছগির আহমদ আজগরী, সাংবাদিক মুহাম্মদ হাসেম, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ জাফর, ছাত্রলীগ নেতা মোঃ নাঈম, ঠিকাদার নুর মোহাম্মদ প্রমুখ। উপজেলার সাঁকোরপাড় ষ্টেশনের এ শান্তি সমাবেশে স্থানীয় শিক্ষক, ধর্মীয় প্রতিষ্টানের পরিচালক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও শত শত লোকজন স্বতঃস্ফুর্ত ভাবে উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে ইউএনও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সকল রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক গণ্যামান্যদের নিয়ে একটি শক্তিশালী শান্তি কমিটি গঠন করে সহিংসতা, নাশকতা ও ছিনতাই কাজে জড়িতদের নির্ভুল তালিকা প্রনয়ন করে প্রশাসনে জমা দেয়ার নির্দ্দেশ দেন।


শেয়ার করুন