পেকুয়ায় যুবককে কুপিয়ে হত্যা

downloadপেকুয়া প্রতিনিধি :
পেকুয়ায় মোর্শেদুল আলম টিটু (২৮) নামের এক যুবককে এলোপাতড়ি কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট শেষে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে মর্গে প্রেরন করেন। ঘটনাটি ঘটেছে গত ১ অক্টোবর সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের নিতান্ত ঘোনা চট্ট্রামের বাঁশখালী উপজেলার দক্ষিন পুঁইছড়ি টইটং সীমান্তবর্তী স্থানে। নিহত ওই যুবক নিতান্ত ঘোনা এলাকার হাজ্বী জাফর আহমদের পুত্র বলে জানা গেছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় পুঁইছড়ি মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসা কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার এমরান ভুঁইয়া ও বাঁশখালী থানার ওসি গতকাল শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই সময় পুলিশকে হত্যা কান্ডের বিবরন জানাতে সীমান্তবর্তী টইটং ও পুইছড়ি ইউনিয়নের শতশত লোকজন দক্ষিন পুঁইছড়ির চিতা মার্কেটে জড়ো হয়েছেন। প্রাপ্ত সুত্রে জানা যায় ওই দিন সন্ধ্যায় মোর্শেদুল আলম টিটু টইটং নিজ বাড়ি থেকে পার্শ¦বর্তী দক্ষিন পুঁইছড়ির মুরাবাপের পাড়ায় গিয়াস উদ্দিনের চায়ের দোকানে যান। ওই সময় পুর্ব থেকে ওতপেতে থাকা প্ুঁইছড়ি এলাকার মৌ.জাফর আহমদের পুত্র কেফায়েত উল্লাহ, আলী আবরের পুত্র জাকের হোসেন প্রকাশ পুতিন্যা, আনোয়ার হোসেনের পুত্র আরিফ, জাফর আহমদের পুত্র আক্কাসসহ ৭/৮জনের সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় মুমর্ষ অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে যাওয়ার পথে চট্টগ্রামের আনোয়ারা তৈলারদ্বীপ ব্রীজ এলাকায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই যুবক। জানা গেছে কয়েকদিন আগে টিটু ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে মাদক সেবন নিয়ে প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই দিন তাকে তারা নিষ্টুর ভাবে কুপিয়ে হত্যা করেছেন বলে এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন। এ ব্যাপারে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (সার্কেল) এমরান ভুঁইয়া জানিয়েছেন এখনো মামলা হয়নি। পুলিশ হত্যাকারীদের ধরতে তৎপর রয়েছেন।


শেয়ার করুন