পেকুয়ায় মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে জখম

imagesপেকুয়া প্রতিনিধি :
পেকুয়ায় এক মাদ্রাসা শিক্ষককে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্বক জখম করেছে দুর্বৃত্তরা। ওই সময় অস্ত্রধারী দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে ব্যাপক লুটপাটসহ তান্ডব চালায়। পেকুয়া থানা পুলিশ খবর পেয়ে আহতবস্থায় তাকে উদ্ধার করে পেকুয়া হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে গত ২৯ সেপ্টম্বার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের পশ্চিম নাপিতখালী এলাকায়। আহত শিক্ষকের স্ত্রী রোকসানা আকতার বাদি হয়ে রবিবার চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৮জনকে আসামী করে একটি সিআর মামলা দায়ের করেন। যার নং-১৮৮/১৫। ওই মামলায় নাপিতখালী এলাকার আকতার আহমদ, ফোরকান, মো.রফিক, নজির আহমদ, কাইসার, আব্দু রশিদ, ছাবের আহমদ ও হিরাবুনিয়া এলাকার আব্দুল জলিলকে আসামী করা হয়েছে।
মামলা সুত্রে জানা গেছে পুর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন রাতে আসামীরা ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে মৃত ছৈয়দ নুরের পুত্র মাদ্রাসা শিক্ষক ইদ্রিস আহমদের বাড়িতে হানা দেয়। এ সময় তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পুলিশ আহত শিক্ষককে উদ্ধারের পর ওই দুর্বৃত্তরা ফের বাড়িতে হানা দেয়। এ সময় তারা ওই বাড়ি থেকে নগদ টাকা ও মালামালসহ প্রায় দু’লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। শিক্ষকের স্ত্রী রোকসানা আক্তার জানিয়েছেন স্বামী মারাত্বক জখম রয়েছেন। বর্তমানে ওই দুর্বৃত্তদের হুমকিতে তারা নিজ বাড়ি ছাড়া হয়েছেন।


শেয়ার করুন