পেকুয়ায় বন্যার্তদের মাঝে বিএনপির বিতরণ

pic.pekua bnp-08-07-15পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া উপজেরার সদর ইউনিয়নের ৭হাজার বন্যা কবলিত অসহায় লোকজনের মাঝে পেকুয়া উপজেলা বি.এন.পি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ৩৫টন চাল বিতরণ করা হয়েছে। ৮জুলাই সকাল ৬টা থেকে ইউনিয়নের ৯ওয়ার্ড়ের লোকদের মাঝে এচাল বিতরণ করা হয়। উপজেলা বি.এন.পির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান বাহাদুর শাহ বলেন, পূর্ব থেকে পাড়া মহল্লায় দলীয় নেতাকর্মীরা অতিদরিদ্র ও বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে সে মতে তাদের মাঝে কার্ড পৌছে দেয়া হয়। কার্ডধারী লোকদের মাঝে ৮টি পয়েন্ট থেকে এক যোগে চাল বিতরণ করা হয়েছে। এসময় চাল বিতরণ সার্বক্ষনিক মনিটরিং এ দায়িত্ব পালন করেন, উপজেলা বি.এন.পির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, উপজেলা যুবদলের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু,বারবাকিয়া ইউনিয়ন বি.এন.পির সভাপতি মাষ্টার ইউনুচ এম.ইউপি, এছাড়া পেকুয়া সদরের ১,২,৪,৫ নংওয়ার্ড়ের প্রায় ৩৫শ লোককে পেকুযা বাজার সমবায় কমিউনিটি সেন্টার থেকে চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন,পশ্চিম জোন বি.এন.পির সভাপতি শাহনেওয়াজ আজাদ এম.ইউপি, সাধারণ সম্পাদক মঞ্জুর আলম, উপজেলা মহিলাদলের সভানেত্রী সাবিনা ইয়াছমিন ঝিনু, বি.এন.পি নেতা আবদুল মোনাফ, পশ্চিম জোন যুবদল সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শাহেদ ইকবাল, আবছার উদ্দিন মানিক এম.ইউপি, বি.এন.পি নেতা ফারুকী, যুবদলের সাংগঠনিক সম্পাদক জাফর আলম, শ্রমিকদলের সহ সাংগঠনিক সম্পাদক জামালউদ্দিন, যুবনেতা জিয়াবুল ইসলাম, ছাত্রনেতা সুমন, প্রমুখ। ছৈরভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সার্বক্ষনিক মনিটরিং করেন উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, পূর্বজোন বি.এন.পি র সাধারণ সম্পাদক মাহাবুল করিম এম.ইউপি, হাছিনা বেগম এম.ইউপি, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আজিম সওদাগর, বি.এন.পি নেতা আজিজুল হক, ছাত্রনেতা আহছান উল্লাহ খোকন, মকসুদ, আক্তার হোছাইন সহ স্থানীয় বি.এন.পি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, সাবেকগুলদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ড় বি.এন.পি নেতা আলগীর, মহিলা এম.ইউপি ও মহিলা দল নেত্রী বিজু আক্তার সহ স্থানীয় নেতাকর্মীরা দায়িত্ব পালন করেন, পূর্বমেহেরনামা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৮নংওয়ার্ড়ের অংশ বিশেষে চাল বিতরণ করা হয় সেখানে দায়িত্ব পালন করেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহছান উল্লাহ, যুবনেতা ছাবের সহ স্থানীয় বি.এন.পি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বলির পাড়া ষ্টেশনে মুড়ার পাড়া, বলিরপাড়া, সৈকত পাড়ার লোকজনের মাঝে চাল বিতরণ করা হয়। এসময উ্পস্থিত ছিলেন, স্থানীয় বি.এন.পি নেতা আবদুল মালেক সাবেক এম.ইউপি,বি.এন.পি নেতা হুমায়ুন, যুবনেতা দিদার প্রমুখ। নন্দীর পাড়া ষ্টেশনে দায়িত্বপালন করেন, স্থানীয় এম.ইউপি ও বি.এন.পি নেতা আজগর আলী, নুরুল হক, কফিল সহ স্থানীয় নেতাকর্মীরা দায়িত্ব পালন করেন। ৩নং ওয়ার্ড়ের লোকজনের মাঝে স্থানীয় এম.ইউপি ও যুবনেতা মো.মানিক, বি.এন.পি নেতা শের আলী সহ স্থানীয় নেতাকর্মীরা দায়িত্ব পালন করেন।


শেয়ার করুন