পেকুয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৪

c nihtপেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় সীমানা বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক স্কুল ছাত্রীসহ একই পরিবারের ৪জন গুরুতর আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৭জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার রাজাখালী ইউনিয়নের বামুলার পাড়া এলাকায়। আহতরা হলেন ওই এলাকার আব্দুল হাকিমের স্ত্রী শাকেরা বেগম (৪০), তার মেয়ে রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী জেসমিন আক্তার (১৩) পুত্র বধু খাদিজা বেগম (১৮) ও আব্দুল কুদ্দুসের পুত্র আব্দুল হাকিম (৪৫)। এদের মধ্যে শাকেরা বেগমের অবস্থা গুরুতর। তার মাথায় কুপের আঘাত রয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে আব্দুল হাকিমের সাথে প্রতিবেশি মৃত আব্দু রশিদের পুত্র রাহাত আলীর মধ্যে সীমানা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন রাহাত আলী গং আব্দুল হাকিমের বসত ভিটার ঘিরা বেড়া ভাংচুর চালায়। এ সময় আব্দুল হাকিম বাধা দেয়ার চেষ্টা করলে রাহাত আলী, তার ভাই ইউনুস, সেকান্দরের পুত্র ইসমাইল,ইউনুসের পুত্র আবু হেনা সহ ৮/১০জন লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে একই পরিবারের ৪জন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আব্দুল হাকিম জানিয়েছেন হামলা চালিয়ে তারা ক্ষান্ত হননি। তারা বাড়িতে প্রবেশ করে স্বর্নালংকার, নগদ টাকা ও মোবাইল সেট লুট করে নিয়ে যায়। জানা গেছে এ ব্যাপারে আহতদের পক্ষে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে। পেকুয়া থানার ওসি আবদুর রকিব অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করেছেন।


শেয়ার করুন