পেকুয়ায় পুলিশের কর্মশালা

c79d9221-bd88-4cc0-acae-7ee282f5a4c9পেকুয়া  প্রতিনিধি :

পেকুয়ায় পুলিশের দক্ষতা বৃদ্ধি নিয়ে ওয়ার্কশপ সম্পন্ন হয়েছে। ওর্য়াকশপ অন দি এসওপি ফর পুলিশ পার্সোনাল অফ প্রোটাকশন এন্ড এনফোর্সমেন্ট অফ ওম্যান রাইট প্রজেক্ট এর আওতায় ওই কর্মশালায় পুলিশ কর্মকর্তা ছাড়াও অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। তবে নারী পুলিশ সদস্যদের কর্ম দক্ষতা বৃদ্ধির জন্যও ওই কর্মশালা অনুষ্টিত হয়েছে। সমাজে জেন্ডার বৈষম্য হ্রাস কল্পে পুলিশ সদস্যদের করনীয় বিষয়টি কর্মশালায় গুরুত্ব পেয়েছে।

পুলিশ সেবামুলক প্রতিষ্টান, নারী নির্যাতন প্রতিরোধ, বাল্য বিয়ে, ডমেনেষ্ট্রিক বায়োল্যান্স, যৌতুক প্রথা বন্ধ, ইভটিজিং সহ সমাজ থেকে অপরাধ নির্মুলে পুলিশের করনীয় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে পেকুয়া থানার অফিসার ইনর্চাজ জিয়া মো.মোস্তাফিজ ভুঁইয়া এর সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক শহিদুল্লাহ’র সঞ্চালনায় দিন ব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পেকুয়ার ইউএনও মো. মারুফুর রশিদ খান।

এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া থানার ওসি (তদন্ত) শেখ আশরাফুজ্জামান, থানার দায়িত্বরত কর্মকর্তাসহ পুলিশ জোয়ানরা। পুলিশ সুপার শ্যামল কান্তি নাথের দিক নির্দেশনায় ওই দিন পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য কর্মশালাটি অনুষ্টিত হয়েছে। সার্বিক সহযোগিতায় ছিলেন ইউএনএফপিএ এর কর্মকর্তা সুমন।


শেয়ার করুন