পেকুয়ায় পালিত হয়েছে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

20160801_111112পেকুয়া প্রতিনিধি.
পেকুয়ায় পালিত হয়েছে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন। ১ আগষ্ট সোমবার সকাল ১০টায় একযোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান এ মানববন্ধন কর্মসূচী পালন করে। জঙ্গি বিরোধী সমাজ গড়ি, আমরা সবাই ঐক্য থাকি এ প্রতিপাদ্যের আলোকে ওইদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে জঙ্গিবাদ ও সন্ত্রাসকে না জানিয়ে গণ সচেতনতা সৃষ্টির জন্য এ মানববন্ধন পালন করে। প্রায় এক ঘন্টা ব্যাপী ওই মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ছাত্র-ছাত্রীরা সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে এ মানববন্ধন কর্মসুচী পালন করে। এদিকে ওইদিন পেকুয়া উপজেলার মগনামা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন পালন করে। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মগনামা ফুলতলা কাজীবাজার সড়কের মুহুরীপাড়া বাজার পয়েন্টে ওই মানববন্ধন কর্মসুচী পালন করে। এসময় মগনামা উচ্চ বিদ্যালয়ের ৮শতাধিক শিক্ষার্থী সড়কে দাড়িয়ে এ মানববন্ধন কর্মসুচী পালন করে। এসময় শিক্ষক ও অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিবর্গও ছিল কর্মসুচীতে। একইভাবে পেকুয়ায় শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজ এর শিক্ষক, ছাত্র ও অভিভাবকগণ গতকাল সোমবার সকাল ১০টায় এবিসি আঞ্চালক মহাসড়কে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসুচী পালন করেছে। পেকুয়া জিএমসি ইনষ্টিটিউশন, বালিকা উচ্চ বিদ্যালয় ও পেকুয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা ওইদিন মানববন্ধন কর্মসুচী পালন করেছে। প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী এ মানববন্ধনে সম্পৃক্ত হন। প্রসঙ্গত: দেশব্যাপী চলমান পরিকল্পিত হত্যাকান্ড ও জঙ্গিতৎপরতা ইমাম, পুরোহিত, বৌদ্ধ ভিক্ষু, ধর্মযাজক, লেখক-প্রকাশক হত্যা এবং সম্প্রতি ঢাকার গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে এ মানববন্ধন করেছে।


শেয়ার করুন