পেকুয়ায় পরীক্ষার্থীদের নিরাপত্তায় ছাত্রলীগের অবস্থান

pekua pic. 06-02-15
পেকুয়া প্রতিনিধি:
৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টায় থেকে সারাদেশে একযোগে শুরু হওয়া এসএসসি ও দাখিল পরীক্ষায় পরীক্ষার্থীরা যাতে নির্বিঘেœ পরীক্ষা দিতে পারে এবং বিএনপি-জামায়াতের নাশকতা এড়াতে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিল। শুক্রবার সকাল থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত উপজেলা ছাত্রলীগের নেতা এম.কফিল উদ্দিন ও শহিদুল ইসলাম শাহেদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, পেকুয়া জিএমসি ইনষ্টিটিউশন ও পেকুয়া আনোয়ারুল মাদ্রাসার সামনে ছাত্রলীগের কর্মীরা অবস্থান নেয় বিএনপি-জামায়াতের নাশকতা এড়াতে। ছাত্রলীগের এই প্রশংসিত উদ্যোগকে স্বাগত জানিয়েছে পেকুয়ার সুশীল সমাজসহ সর্বস্তরের ছাত্র-জনতা।


শেয়ার করুন