পেকুয়ায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ পালন

download (1)পেকুয়া  প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুক্রবার শেষ হয়েছে। ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকালে উপজেলার প্রাণকেন্দ্র চৌমুহনীতে উপজেলা প্রশাসনের উদ্যেগে ওই মেলা অনুষ্টিত হয়। উজানটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম.শহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও পেকুয়া জি.এম.সি ইনিষ্টিটিউশনের প্রধান শিক্ষক এনামুল হক চৌং এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু।

প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুর রশিদ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি শাহাব উদ্দিন ফরায়েজী। বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, জি.এম.সির কম্পিউটার শিক্ষক জাহাঙ্গীর আলম।

মেলায় অংশ গ্রহনকারীদের মধ্যে প্রাথমিক গন শিক্ষা কার্যালয় প্রথম, পেকুয়া জিএমসি ইনষ্টিটিউশন ২য় ও ইসলামী ব্যাংক পেকুয়া শাখা ৩য় স্থান অধিকার করেন। অনুষ্টান শেষে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুর রশিদ খান। জানা গেছে ইন্টারনেট সপ্তাহ ও ডিজিটাল মেলা সারা দেশের ন্যায় পেকুয়ায়ও পালিত হয়েছে।


শেয়ার করুন