পেকুয়ায় ক্ষতিগ্রস্থদের পুর্নবাসনে সহায়তা করল পিল লি.

01পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ায় ঘুর্নিঝড় ‘রোয়ানুর’ আঘাতে ক্ষতিগ্রস্থ ১শ পরিবারকে পুর্নবাসন সহায়তা জন্য এগিয়ে এসেছেন পেকুয়ায় গ্যাস সঞ্চালন লাইন স্থাপনে ঠিকাদারি প্রতিষ্টান দি পাইপলাইন ইঞ্জিনিয়ার্স এন্ড এসোসিয়েটস লি. (পিইএএল)। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় পেকুয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রোয়ানু ক্ষতিগ্রস্থ পেকুয়ার এসব পরিবারকে ঠিকাদারি প্রতিষ্টানের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা ও চেক বিতরনী সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন পিইএএল এর ম্যানেজিং ডিরেক্টর রিসাল মাহমুদ। প্রধান অতিথি ছিলেন ইউএনও মো.মারুফুর রশিদ খান। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া থানার অফিসার ইনর্চাজ জিয়া মো.মোস্তাফিজ ভুঁইয়া, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আবুল কাসেম। জানাগেছে গ্যাস সঞ্চালন লাইন স্থাপনে জিটিসিএল এর ঠিকাদারি প্রতিষ্টান পিইএএল পেকুয়ায় কাজ করছে। গেল ঘুর্নিঝড় রোয়ানুর আঘাতে পেকুয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দরিদ্র মানুষের গৃহ নির্মান সহায়তার জন্য তারা দুর্গত মানুষকে ঢেউটিন বিতরন করবে। ক্ষতিগ্রস্থ প্রায় ১শ পরিবারকে এক বান করে টিন বিতরনের জন্য ওইদিন ইউএনও মো.মারুফুর রশিদ খানকে নগদ তিন লাখ টাকার চেক প্রদান করেন। একইভাবে পেকুয়া সদর ইউনিয়নে গ্যাস সঞ্চালন লাইন স্থাপনে ক্ষতিগ্রস্থ চল্লিশ পরিবারকে চার লাখ টাকা পুর্নবাসন সহায়তা দেয়া হয়েছে। ইউপি সদস্য নুরুল হক সাদ্দাম ওই চেক গ্রহন করেন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে শিক্ষার্থীদের স্কুল ড্রেস সরবরাহের জন্য পিইএএল এর পক্ষ থেকে এদিন পাঁচ লাখ ষাট হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌং ওই চেক গ্রহন করেন। অনুরুপভাবে ওইদিন উপজেলায় পাঠাগারে বই সরবরাহের জন্য দু’লাখ টাকার অর্থ সহায়তা করা হয়েছে।


শেয়ার করুন