পেকুয়ায় কাঠ ভর্তি গাড়ি জব্দ, আটক-১

gggপেকুয়া প্রতিনিধি

পেকুয়ায় কাঠ বোঝাই গাড়ি জব্দ করেছে বনবিভাগ। এসময় চালককে আটক করে পুলিশ। গত সোমবার রাত ১১টায় পুলিশ ও বনভিাগ গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া কলেজ গেইট চৌমুহনীতে এ অভিযান পরিচালিত করেন। বারবাকিয়া বনবিট ও পুলিশ সুত্রে জানাগেছে, পাবর্ত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের সামাজিক বনায়ন থেকে একটি গাছ চোর সিন্ডিকেট ওই গাড়ি ভর্তি গাছ নিয়ে পেকুয়ায় পাচার করছিল । ওইদিন রাত ১১টার দিকে গাছ ভর্তি জিপগাড়িটি (ঢাকা-ল-২৩৭) পেকুয়াবাজারে যাচ্ছিল। এসময় চৌমুহনী এলাকায় ওই দৃশ্যটি বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীর নজরে আসে। তারা তাৎক্ষনিক মুঠোফোনে বিষয়টি বনবিভাগকে অবহিত করেন। এর সুত্র ধরে বারবাকিয়া বনবিট কর্মকর্তা তৌহিদুর রহমান চৌমুহনী থেকে পাচারকৃত গাছসহ গাড়িটি জব্দ করে। এসময় চালককে আটক করা হয়। বনবিভাগ সুত্র জানায়, জব্দকৃত গাছের আনুমানিক বাজার মুল্য অর্ধালক্ষাধিক টাকা হবে। বারবাকিয়া বন বিট কর্মকর্তা তৌহিদুর রহমান এর সত্যতা স্কীকার করেছেন। তিনি বলেছেন এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


শেয়ার করুন