পেকুয়ায় স্কুলে ঢুকে ছাত্রীকে পেঠালেন দুলাভাই

downloadপেকুয়া প্রতিনিধি.

পেকুয়ায় স্কুলে ঢুকে ক্ষুদে শিক্ষার্থী এক ছাত্রীকে নির্দয় পেঠালেন দুলাভাই। পারিবারিক কলহের জের ধরে ওই ব্যক্তি চরম আক্রোশে স্কুলে অনুপ্রবেশ শ্যালিকাকে পিঠিয়ে আহত করে। এসময় ওই বিদ্যালয়ের শিক্ষিকা এ ঘটনার প্রতিবাদ করলে তাকেও গালিসহ হুমকি ধমকি দেয় ওই ব্যক্তি। এদিকে ওই ঘটনায় ক্ষুদ্ধ হয়ে স্কুল কর্তৃপক্ষ দায়ী ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দেন। চেয়ারম্যান জড়িত ব্যক্তিকে তার পরিষদে হাজির করতে সক্ষম হন। এমনকি এ ন্যাক্কারজনক ঘটনার জন্য ওই ব্যক্তিকে অভিযুক্ত করে। এসময় ভবিষৎ আর যেন ওই ঘটনার পুনরাবৃত্তি না হয় এজন্য তার কাছ থেকে মুছলেখা ও নগদ ৫শত টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া শিক্ষিকার কাছ থেকেও নি:শত ক্ষমা চেয়েছে ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে, গত ২৬ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া ব্র্যাক স্কুলে। মারধরে শিকার শিক্ষার্থীর নাম আসমা সুলতানা(১০)। সে জারুলবুনিয়া ব্র্যাক স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী ও জারুলবুনিয়া এলাকার নুরু শরীফের মেয়ে বলে জানাগেছে। প্রাপ্ত সুত্রে জানাগেছে, ওইদিন সকালে প্রতিদিনের ন্যায় আসমা সুলতানা স্কুলে যায়। এসময় হোছানাবাদ এলাকার মো.শরীফের ছেলে মৌলভী জিয়াবুল করিম স্কুলে ঢুকে সহপাঠীদের সামনে অর্তকিতভাবে আসমা সুলতানাকে বেদড়ক মারধর শুরু করে। এসময় ওই স্কুলের শিক্ষিকা রোজিনা আকতার বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তাকে গালমন্দসহ নানাভাবে হুমকি দেয় জিয়াবুল। স্থানীয়রা জানিয়েছেন, মৌলভী জিয়াবুল করিম জারুলবুনিয়া আনন্দ স্কুলে শিক্ষকতা করেন। তিনি শিবিরের দুর্ধর্ষ ক্যাডার। তিনি চট্টগ্রামের লোহাগাড়া চুনতীতে একটি মাদ্রাসায় নিয়মিত শিক্ষক হিসেবেও কর্মরত আছেন। তার সাথে স্ত্রীর বনিবনা চলছিল। আসমা সুলতানা তার শ্যালিকা। পারিবারিক বিরোধের জের ধরে ওই দিন তিনি ক্ষিপ্ত হয়ে শ্যালিকাকে নির্দয় পিঠিয়েছেন বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। এব্যাপারে শিক্ষিকা রোজিনা আকতার বলেন, সে যা করেছে একজন মূর্খ মানুষ তা করতে পারেনা। আমাকে অশালীন ভাষায় গালিগালাজ করে। শিলখালী ইউপির চেয়ারম্যান নুরুল হোছাইন এর সত্যতা স্বীকার করে তিনি বলেন, একজন শিক্ষিত মানুষ হয়ে সে যা করেছে সেটি অমানুষরাও করতে পারেনা। তার অপরাধ প্রমানিত হওয়ায় তাকে ৫০০টাকা জরিমানা করা হয়েছে। সবার কাছ থেকে ক্ষমা চাওয়া হয়েছে।


শেয়ার করুন