পুলিশি অভিযানের পর ‘জঙ্গি আস্তানার’ ভেতরের ছবি প্রকাশ

fileরাজধানীর কল্যাণপুরে ‘জঙ্গী আস্তানায়’ পুলিশের অভিযানে কয়েকজন নিহতের ছবিসহ বেশ কিছু ছবি পাওয়া গেছে।

এদিকে আজ দুপুর ২টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অভিযানের বর্ণনা দেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান। বলেন, কল্যাণপুরের অভিযান ছিল একটি শতভাগ সফল অভিযান। এ অভিযানে ৯ জঙ্গী নিহত হয়েছে। আহত একজন ধরা পড়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তার নাম হাসান। তবে এটি তার আসল নাম কি না তা অনুসন্ধান করে দেখা হচ্ছে।

jangi-k-1ডিএমপি কমিশনার জানান, কথাবার্তায় মনে হয়েছে এরা উচ্চশিক্ষিত। মনে হচ্ছে গুলশানে হামলাকারী ও এরা একই গ্রুপের হতে পারে। ঘটনাস্থলে যে সব আলামত পাওয়া গেছে, সেগুলির ভিত্তিতে নাম-ঠিকানার অনুসন্ধান চলছে। কল্যাণপুরে যে বাড়িতে তারা jangi-k-4ভাড়া ছিল, ওই বাড়িওয়ালা ভাড়াটিয়াদের ব্যপারে কোন তথ্য না দেয়ায় তাকে গ্রেফতার করা হচ্ছে বলেও জানান তিনি।

আসাদুজ্জামান জানান, কল্যাণপুরের ওই জঙ্গি আস্তানা থেকে ১৩টি লোকাল-মেড গ্রেনেডসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে কালো পোশাক ও আল্লাহু আকবার লেখা কালো পতাকা পাওয়া গেছে। ডিএমপি কমিশনার জানান, ভোর ৫টা ৫১ মিনিটে সোয়াত টিমের নেতৃত্বে অভিযান শুরু হয়। এ সময় জঙ্গিদের সাথে প্রায় ঘন্টাকালব্যাপী বন্দুকযুদ্ধ হয়।

পুলিশ সূত্রে পাওয়া কিছু ছবি নিচে দেয়া হলো। নিহতদের ছবিগুলো আমাদের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি।

jangi-k-8

—নয়া দিগন্ত অনলাইন


শেয়ার করুন