মহেশখালীতে

পুকুর থেকে ২লক্ষ টাকার গর্জন কাঠ জব্দ

images (1)মহেশখালী  প্রতিনিধি:

ককসবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুরে পাচারকারীদের একটি পুকুরে অভিযান চালিয়ে ২লক্ষ টাকা মূল্যের গর্জন কাঠ জব্দ করেছে স্থায়ীয় বন বিভাগ। ২ নভেম্বর গভীর রাতে চালানো এই অভিযানে নেতৃত্বদানকারী উপকূলীয় বন বন বিভাগের মহেশখোলী বন কর্মকতা আনিসুল হক জানান, শাপলাপুরে জেএম ঘাট এলাকায় কাঠ চোরাচালানী একটি আস্তানা রয়েছে।

এখান থেকে অবধৈ পথের্ দীঘ দিন থেকে বিভিন্ন স্থানে কাঠ পাচার হয়ে আসছিল। গোপন সূত্রে খবর নিয়ে বন বিভাগ রাত ১১ টার পরে ঐ আস্তাানায় অভিযান চালায়। এসময় স্থানীয় ফরিদুল আলমের বাড়ীর পুকুরে মজুদ থাকা বিপুল পরিমান পাহাড়ির্ গজন কাঠ উদ্ধার করা হয়। প্রাথমকি ভাবে এই চোরাচালানের মুল হোতা আব্দুস সালাম বলে জানাগেছে।এই বনর্ কর্মকর্তা জানান বর্তমানে মহেশখালীতে বিশেষ অভিযান চলছে।

এই অভিযান ধারাবাহিক চলবে বলে জানায়। ৩ নভেম্বর এ রিপোর্ট লিখা পর্যন্ত জব্দ করা গর্জন কাঠ গুলি মহেশখালী রেঞ্জ অফিসে নিয়ে আসা হচ্ছে। অভিযানে বিপুল সংখ্যক বন কর্মী ছাড়া ও পুলশি সদস্য অংশগ্রহণ করেছিল।


শেয়ার করুন