পিলখানা হত্যা মামলার বিচারপতিদের নিরাপত্তার নির্দেশ

2015_11_26_15_35_33_qLZc08VAArKmbfAFGZ284OYQtbNDVf_originalসিটিএন ডেস্ক :

পিলখানায় বিডিআর বিদ্রোহ ও হত্যা মামলায় ডেথ রেফারেন্সের শুনানি গ্রহণকারী হাইকোর্টের তিন বিচারপতিকে প্রয়োজনীয় নিরাপত্তা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।

আইন সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশ দেয়া হয়েছে।

বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরোয়ার কাজল।

তিনি বলেন, ‘এ মামলার আসামি সংখ্যা অনেক বেশি। এজন্য যে কোনো সময় নিরাপত্তার বিঘ্ন ঘটতে পারে। সে বিষয়টি চিন্তা করে আদালত আজ এ আদেশ দিয়েছেন।’

এ হত্যা মামলার আপিলে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন চলছে। যুক্তি উপস্থাপন করছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। আসামিদের পক্ষে আছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম ও অ্যাডভোকেট শামীম সরদার।

উল্লেখ্য, বিডিআর হত্যা মামলায় হাইকোর্টের এই তিন বিচারপতির বেঞ্চে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্সের বিষয়ে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন চলছে।


শেয়ার করুন