পিএসসিতে ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় শীর্ষে

PSC

সদর প্রতিনিধি : বিগত ’১৫ সালে অনুষ্ঠেয় পিএসসি’র বৃত্তিতে জেলার অন্যতম মডেল বিদ্যালয় ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় কক্সবাজার সদরের সবকটি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পেছনে ফেলে এ বছরও শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। এ বিদ্যালয় থেকে এবছরও ৫ জন ট্যালেন্টপুলে ও অপর ৫ জন সাধারন গ্রেডে বৃত্তি লাভ করেছে। প্রধান শিক্ষক মুহাম্মদ রফিকুল ইসলামের নিরলস প্রচেষ্টা ও অন্যান্য শিক্ষকদের আন্তরিক সহায়তায় এধরনের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে বলে জানালেন এসএমসি সভাপতি মাস্টার নুরুল আজিম। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলেন সৌরভ দত্ত (রোল- ২২৬৭), মুঃ তাওসীফ রহমান তামীম (রোল-২২৭৫), রাইয়ান ইসলাম (রোল-২২৭৬), তাহলিম নাঈমা (রোল-২২৭৭) এবং মল্লিকা সুমাইয়া (রোল-২২৭৮)।ধারণ গ্রেডেবৃত্তিপ্রাপএম. এ. কাফি বিজয় (২২৬৮), ইয়াছির মাহমুদ চৌধুরী ইভান (২২৭২), তৌফিকা তাবাচ্ছুম মায়া (২২৭৯), মিফতাহুল জান্নাত তানহা (২২৮১) এবং সাদিয়া শারমিন (২২৮২)। বিদ্যালয়টি প্রতিবছর কৃতিত্বপূর্ণ ফলাফল উপহার দিয়ে আসযে কারনে বিদ্যালয়ের সুনাম ছড়িয়ে পড়ছে জেল


শেয়ার করুন