পালং নার্সিং ইনস্টিটিউটে আর্ন্তজাতিক নার্স দিবস উদযাপন

প্রেস বিজ্ঞপ্তিঃ
পালং নার্সিং ইনস্টিটিউট এ আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়েছে।
আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতিবছর ১২মে বিশ্বব্যাপী আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়।

মানবসেবায় অনন্য দায়িত্ব পালনকারী নার্সদের স্বীকৃতি ও সম্মান প্রদর্শনে বিশ্বের অন্যান্য দেশের মতো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশেও দিবসটি উদযাপিত হচ্ছে।

দিবসটির এ বছরের প্রতিপাদ্য, ‌‘স্বাস্থ্য ব্যবস্থায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই- বিশ্ব স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সের অধিকার সুরক্ষিত করুন’।

নার্স দিবস উপলক্ষে ১২মে (বৃহস্পতিবার) পালং নার্সিং ইনস্টিটিউটে বর্ণাঢ্য শোভা যাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় পালং মেডিকেল ইনস্টিটিউটস’র চেয়ারম্যান মুহাম্মদ ছলিম উল্লাস সুজন সভায় সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজিব। বিশেষ অতিথি ছিলেন, উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রনজন বড়ুয়া রাজন, উখিয়া নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড বি এম কলেজের অধ্যক্ষ মিলন বড়ুয়া, উখিয়া কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আলমগীর মাহমুদ, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, মরিচ্যা মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা বিদ্যালয়ের সি.শিক্ষক বাবু মিলন কুমার বড়ুয়া। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মন্জিলা খাতুন।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন সিপি ১ম বর্ষের ছাত্র মুহাম্মদ সোহেল, ত্রিপটক পাঠ করেন রেনি বড়ুয়া, গীতাপাঠ করেন পিংকী রাণী শীল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগীয় প্রধান প্রভাষক শুভংকর বড়ুয়া।
অন্যাদের মধ্যে উপস্হিত ছিলেন,ডা.রশিদা খানম, ইন্সট্রাক্টর শিখা ছিদ্দিকী, সুমা আকতার, ডা.ফিরোজ মাহমুদ,রাশেল আহমদ,শফিক আহমদ,শামীম নেওয়াজ বাপ্পা প্রমুখ।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ১৯৭৪ সাল থেকে বাংলাদেশে দিবসটি পালন করে আসছে।


শেয়ার করুন