পালংখালীতে চেয়ারম্যান ও মেম্বারের মধ্যে প্রচারণা,সমর্থনে এগিয়ে যারা

MG_1462371952097

নিজস্ব প্রতিনিধি ॥

আগামী ৪জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে উখিয়া উপজেলার ৫ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সম্ভাব্য চেয়ারম্যান,মেম্বার ও সংরক্ষিত মহিলার মেম্বার প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। আগামী ৯মে মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ হলেও অনেকে বুধবার মনোনয়ন ফরম জমা দিতে দেখা গেছে। আবার কেউ কেউ নির্দিষ্ট তারিখে জমা দেওয়ার অপেক্ষায় রয়েছে। তবে বসে নেই প্রার্থীরা প্রচার-প্রচারণার ক্ষেত্রে। ভোটারদের মন জয় করতে প্রতিনিয়ত ধর্ণা দিতে দেখা গেছে প্রার্থীদের। কিন্তু অংকের হিসেবে এবার উঠে আসছে বেশির ভাগ তরুণ প্রার্থীদের নাম। যারা এই পর্যন্ত ভোটারদের কাছে বেশি গ্রহনযোগ্য, জন সমর্থন পেয়ে ভোটের মাঠে এগিয়ে আছেন তাদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী খাতায় রয়েছেন বর্তমান চেয়ারম্যান গফুর উদ্দিন। কারণ সে বিগত আমলে যতটুকু সম্ভব এলাকার উন্নয়ন এবং প্রতিটি গ্রাম-গঞ্জে তার বিচরণ অব্যাহত রয়েছে। তার কাছাকাছি অবস্থানে থেকে ভোটারদের সমর্থন আদায় চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি’র সমর্থীত ধানের শীষের প্রার্থী হেলাল উদ্দিন। আর আওয়ামীলীগের প্রার্থীরা অন্ধদ্বন্ধের কারণে প্রার্থীতা নিশ্চিত না হওয়ায় দীর্ঘ সময় ধরে ঢাকায় অবস্থান করার কারণে প্রচারণায় অনেকটা পিছিয়ে আছেন তারা। তবে আগামী শুক্রবারের মধ্যে প্রার্থীর বিষয়টি নিশ্চিত হতে পারেন বলে আওয়ামীলীগের দলীয় সুত্রে জানাগেছে। চেয়ারপ্রার্থীর পাশাপাশি বসে নেই মেম্বার প্রার্থীরা। পালংখালী ইউনিয়নের মেম্বার প্রার্থী মধ্যে ১নং ওয়ার্ডে প্রচারণা ও জনসমর্থনে এগিয়ে আছেন উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক নুরুল আবছার, ২নং ওয়ার্ডে যুবলীগ নেতা বখতিয়ার আহমদ, ৩নং ওয়ার্ডে পালংখালী ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক কলিম উল্লাহ লাদেন, ৪নং ওয়ার্ডে যুবদল নেতা জয়নাল আবেদীন, ৫নং ওয়ার্ডে পালংখালী ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সভাপতি নুরুল আমিন, ৬নং ওয়ার্ডে বিএনপি নেতা মোঃ শাহজাহান, ৮নং ওয়ার্ডে বিএনপি নেতা কামাল হোসেন সওদাগর এবং ৯নং ওয়ার্ডে বর্তমান মেম্বার, উপজেলা যুবদলের সভাপতি, পালংখালী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হামিদ হোসেন সাগর। সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীদের মধ্যে যারা ভাল অবস্থানে আছেন, তারা হলেন- ১,২,৩নং ওয়ার্ডে রোকেয়া বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ডে খুরশিদা বেগম, ৭,৮,৯নং ওয়ার্ডে রাশেদা বেগম। এখন শেষ পর্যন্ত এসব প্রার্থীরা তাদের ভোটের মাঠকে যদি ৪জুনের আগ পর্যন্ত সরগরম রাখতে পারেন তাহলে বিজয় ছিনিয়ে আনার অনেকটা সম্ভবপর হবে। অন্যথায়, পাল্টে যেতে পারে মাঠের হিসাব-নিকাশ।


শেয়ার করুন