পাঠ্যপুস্তকে ভুলে জড়িত সবাই শাস্তি পাবে: নাহিদ

ঢাকা: চলতি শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তকে অমার্জনীয় ভুলের ঘটনায় জড়িত প্রত্যেককে শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, মানুষের ভুলত্রুটি হতেই পারে। তবে কিছু ভুল হওয়া উচিত ছিল না। যারা ভুল করেছেন, তারা রেহাই পাওয়ার যোগ্য নন।

মঙ্গলবার সচিবালয়ে পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ছোট ছোট ভুল ছাপার ভুলের কারণে হতে পারে। কিন্তু বড় বড় ভুল যেমন: কাভার পেইজে বড় অক্ষরে ছাপার শব্দে বানান ভুল, কবিতা বিকৃতি। এগুলো ক্ষমার অযোগ্য।’

তিনি বলেন, ‘বড় ভুলগুলো কিভাবে সংশোধন করা যায়, তা নিয়ে কাজ করা হচ্ছে। ইতোমধ্যে দু’জনকে ওএসডি করা হয়েছে। জড়িত সবাইকে শাস্তি দেয়া হবে।’

পাঠ্যপুস্তকের ভুলত্রুটি নির্ণয় ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে সুপারিশ দিতে একটি তদন্ত কমিটি গঠনের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘তদন্ত কমিটি হয়েছে। কমিটি প্রতিবেদন হাতে পাওয়া পর ভুল সংশোধনসহ অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে।’

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘পাঠ্যবইয়ে ভুলের জন্য কে বেশি দায়ী, আর কে কম দায়ী, সেটা তদন্তে বেরিয়ে আসবে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিকের কয়েকটি বইয়ের ভুলত্রুটি নিয়ে ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে বইছে সমালোচনার ঝড়।

বিষয়টি খতিয়ে দেখতে জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য (অর্থ) অধ্যাপক কাজী আবুল কালামকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ভুলত্রুটি পর্যালোচনা করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Share


শেয়ার করুন