পাকিস্তানে বাংলাদেশ কনসুলেটের সামনে বিক্ষোভ

pakisthan111-400x263আন্তর্জাতিক ডেস্ক:

২৬ শে মার্চ পাকিস্তানি সৈন্যদের প্রতীকিভাবে ফাঁসিতে ঝোলানোর মন্তব্যের প্রতিবাদে পাকিস্তানের কয়েকজন বিক্ষুদ্ধ নাগরিক সোমবার করাচিতে বাংলাদেশ কনসুলেটের সামনে বিক্ষোভ করে।

প্রতিবাদকারীরা জানায়, পাকিস্তান দিবসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের পাকিস্তানি সৈন্যদের প্রতীকি ফাঁসির সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তান মুসলিম লীগ এবং নাগরিক সমাজ ও এনজিওর সদস্যরা এ প্রতিবাদ সভার আয়োজন করে ।

সিনিয়র আইনজীবি নাদিম শেখ গণমাধ্যমকে বলেন, এই প্রতিবাদ শেখ হাসিনা ওয়াজেদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা হয়েছে। তিনি প্রতীকিভাবে ২০০ পাকিস্তানি সৈন্যকে পাকিস্তান দিবসে ফাঁসিতে ঝুলানোর কথা বলেছেন। হাসিনা ওয়াজেদের সরকার অনেক রাজনীতিবিদকেও ফাঁসিতে ঝুলিয়েছেন। যারা ১৯৭১ সালে পাকিস্তান আর্মিকে সহায়তা করেছিল। তার এই কার্যক্রম আন্তর্জাতিক সম্প্রদায় দ্বারাও সমালোচিত হয়েছে।

প্রতিবাদকারীরা বাংলাদেশ দূতাবাসের সামনে অবস্থান নেয়ার আগে একটি স্মারকলিপি দেয়া হলে সেটি প্রত্যাখান করা হয়।

সূত্র: দ্য নিউজ


শেয়ার করুন