পাকিস্তানে বন্দুকযুদ্ধে লস্কর-ই-জাংভি নেতাসহ নিহত ১৬

Muzaffargarh-thereport24পাকিস্তানে নিষিদ্ধঘোষিত সংগঠন লস্কর-ই-জাংভির নেতা মালিক ইসহাক ও তার দুই ছেলেসহ ১৬ জন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। পাঞ্জাব প্রদেশের মুজাফ্ফারগড় জেলায় স্থানীয় সময় মঙ্গলবার রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
গত সপ্তাহে দেশটির ইসহাক ও তার ছেলেদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া দলের অন্য সদস্যদের অবস্থান পুলিশকে দেখানোর জন্য তাদের বেশ কয়েকবার মুজাফ্ফারগড়ের শাহওয়ালা এলাকায় নিয়ে যাওয়া হয়।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইসহাককে ছাড়িয়ে নিতে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালালে গুলি বিনিময়ের সময় তিনি ও তার ছেলেরা নিহত হন।
লস্কর-ই-জাংভিকে পাকিস্তানের সবচেয়ে উগ্রবাদী সুন্নি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করা হয়। ১৯৯০ সালে উত্থানের পর থেকে শত শত শিয়া মুসলিমকে হত্যার অভিযোগ আছে সংগঠনটির বিরুদ্ধে। সংগঠনটির আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্টতা আছে বলেও মনে করা হয়।


শেয়ার করুন