পাকিস্তানে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ

সিটিএন ডেস্কঃ
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তোলা অনাস্থা প্রস্তাব খারিজ করেছেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।

রোববার (০৩ এপ্রিল) সংবিধানের ৫ অনুচ্ছেদের পরিপন্থী উল্লেখ করে বিষয়টি প্রত্যাখ্যান করেন তিনি।

এর আগে বিরোধী দলগুলো পক্ষপাতিত্বের অভিযোগ এনে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করেন। পরে রোববারের অধিবেশনের সভাপতিত্ব করেন সুরি।

এদিন অধিবেশন শুরু হওয়ার পরপরই তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, সংবিধানের ৫ অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য। তিনি প্রধানমন্ত্রী ইমরানের আগের দাবিগুলো পুনর্ব্যক্ত করেন এবং সরকারকে ক্ষমতাচ্যুত করার পদক্ষেপের পেছনে বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে উল্লেখ করেন।

ফাওয়াদ চৌধুরী বলেন, গত ৭ মার্চ আমাদের রাষ্ট্রদূতকে একটি বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে অন্যান্য দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পেশ করা হচ্ছে বলে জানানো হয়েছিল।


শেয়ার করুন