পাকিস্তানের চেয়ে বাংলাদেশ সীমান্তে বেশি বিএসএফ সেনা মোতায়েন

BSFডেস্ক রিপোর্ট:

সবেচেয়ে উচ্চমাত্রার হুমকি বিরাজ করছে ইন্দো-পাক সীমানায়। তা সত্ত্বেও বাংলাদেশ সীমানায় সবচেয়ে বেশি সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন করেছে প্রতিবেশি ভারত। বুধবার ভারতের রাজ্যসভায় এ তথ্য জানানো হয়েছে। খবর দ্যা স্টেটসম্যানের।

এক লিখিত প্রশ্নের উত্তরে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু জানান, ইন্দো-বাংলাদেশ সীমানায় বিএসএফের সর্বমোট ৪৮০টি কোম্পানি মোতায়েন করা হয়েছে। অন্যদিকে পাকিস্তান সীমানায় মোতায়েন করা হয়েছে ৪১১টি কোম্পানি।
প্রত্যেক কোম্পানিতে তিন প্লাটুন বিএসএফ সদস্য রয়েছে। আর প্রতি প্লাটুনে রয়েছে প্রায় ৩৫ বিএসএফ সদস্য। একটি কোম্পানি একজন কমান্ডার পরিচালনা করেন। এ কমান্ডার একজন মেজর বা লেফটেন্যান্ট কর্নেল হয়ে থাকেন।
এছাড়াও চীনা সীমানায় ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) ১৩৬টি কোম্পানি মোতায়েন করেছে ভারত। অন্যদিকে মিয়ানমার সীমানায় মোতায়েন করা হয়েছে আসাম রাইফেলসের ৬০টি কোম্পানি।
ইন্দো-নেপাল সীমানায় সাসেস্ত্র সীমা বলের (এসএসবি) সর্বমোট ১৬২টি এবং ইন্দো-ভুটান সীমানায় ৯৭টি কোম্পানি মোতায়েন করা হয়েছে।


শেয়ার করুন