পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে সরকার

2015_09_12_18_31_20_YxHgfcs5LQGBQ7rLikCAT0Wns9Pj8n_800xautoসিটিএন ডেস্ক :

কোরবানির পশুবাহী গাড়িতে যে কোনো ধরনের চাঁবাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার দুপুরে চট্টগ্রামের লোহাগড়ায় ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তি প্রস্থর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আসন্ন কোরবানির পশুরহাট ও পশুবাহী যানবাহনে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না। চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে। আমি এ ব্যাপারে পুলিশকে কঠোর নির্দেশ দিয়েছি। চাঁদাবাজ-সন্ত্রাসীরা যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।’

তিনি আরো বলেন, ‘শুধু চাঁদাবাজি হচ্ছে এরকম বললে হবে না। ডেফিনেটলি তথ্য দিয়ে বলতে হবে, এই জায়গায় চাঁদাবাজি করছে। আমাদের হাইওয়ে পুলিশ রয়েছে, জেলা পুলিশ রয়েছে। তারা এসব অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আনবে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গিদের গ্রেফতার করা হচ্ছে। নতুন নতুন জঙ্গি আস্তানা উদঘাটন করা হচ্ছে। জঙ্গিরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সরকার সতর্ক অবস্থানে রয়েছে।’

এর আগে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে এক সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না। এ ব্যাপারে সরকার দল-মতের ঊর্ধ্বে উঠে কঠোর অবস্থানে রয়েছে। পুলিশের সক্ষমতা বাড়াতে ইতোমধ্যে জনবল বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শিগগিরই পুলিশের ৫০ হাজার জনবল নিয়োগ করা হবে। সম্প্রতি, ডিএমপিতে কিছু সংখ্যক জনবল নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়েছে। পর্যায়ক্রমে সিএমপিসহ সব ইউনিটগুলোতে এ জনবল নিয়োগ শুরু হবে।’

সমাবেশে বক্তব্য রাখেন সাতকানিয়া-লোহাগড়া আসনের সরকার দলীয় সাংসদ ড. নেজাম উদ্দিন আবু রেজা নদভী, চন্দনাইশ আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এম হাফিজ আক্তার প্রমুখ।


শেয়ার করুন