পর্দা উঠলো খুনিয়াপালং স্বর্ণকাপ ফুটবল টুর্ণামেন্টের

NEWS PIC KUNIAPALONG SPORTS 10-09-2015প্রেস বিজ্ঞপ্তি :

উৎসবমুখর পরিবেশে পর্দা উঠলো খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের পৃষ্ঠপোষকতায় স্বর্ণকাপ ফুটবল টুর্ণামেন্টের। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে আল-ফুয়াদ উচ্চ বিদ্যালয় মাঠে শত শত দর্শকের উপস্থিতিতে টুর্ণামেন্টের উদ্বোধন করেন রামু ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুল হক। আল-ফুয়াদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা দিদার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ বলেন-এই টুর্ণামেন্টের মূল লক্ষ্য হচ্ছে ইউনিয়নবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা হয়। অনুষ্ঠানে বক্তব্যে রাখেন-খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম চৌধুরী কালু ও রাবেতা হাসপাতালের সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন-লিয়াকত আলী মেম্বার, হাজী জকরিয়া মেম্বার, ডাঃ হাবিবুর রহমান মেম্বার, হাজী ফরিদ আহমদ, টুর্ণামেন্ট কমিটির সভাপতি রমিজ আহমদ, সাধারণ সম্পাদক হাজী বদিউজ্জামান, সাংবাদিক এএইচ সেলিম উল্লাহ, সাংবাদিক বলরাম দাশ অনুপম, মোস্তাক আহমদ, মাস্টার জাফর আলম, শিক্ষক আজিম উদ্দিন, সেলিম উদ্দিন। পূর্ব গোয়ালিয়াপালং আলোর দিশারী সংসদ ও তুলাবাগান বাছাই একাদশের মধ্যকার উদ্বোধনী খেলা ১-১ গোলে ড্র হয়। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন সুবীর বড়–য়া ভুলু, সিরাজুল হক ও ইসমাইল। আজকের খেলা-রহমানিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা বনাম ধোয়াপালং রাস্তার মাথা ফুটবল একাদশ (বিকেল-৩ টা) এবং দারিয়ারদীঘি সততা ক্লাব সমবায় সমিতি বনাম দক্ষিণ খুনিয়াপালং ৩নং ওয়ার্ড বাছাই একাদশ (বিকেল সাড়ে ৪টা)।


শেয়ার করুন