পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের নিরাপত্তায় ছাত্রলীগের অবস্থান

10967952_1571987709754313_1659780825_n

সংবাদ বিজ্ঞপ্তি:

সারাদেশে একযোগে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে মতো এবং বিএনপি-জামায়াতের নাশকতা এড়াতে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছাত্রলীগের কর্মীরা অবস্থান নিয়েছিল। শুক্রবার সকাল থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদের নেতৃত্বে কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারী উচ্চ বিদ্যালয়, পৌর প্রিপ্যটরী উচ্চ বিদ্যালয় ও আমেনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ছাত্রলীগের কর্মীরা অবস্থান নেয় বিএনপি-জামায়াতের নাশকতা এড়াতে। ছাত্রলীগের এই প্রশংসিত উদ্যোগকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের সাথে একাত্বতা প্রকাশ করেন পৌর আওয়ামীলীগের অভিবাবক মুজিবুর রহমান চেয়ারম্যান। এই সময় তিনি বলেন, বিএনপি-জামায়াত,কোমলমতি ছাত্রদের কোন রকম ক্ষতি করতে নাে পারে মতো ছাত্রলীগের সাথে তিনি সব সময় থাকবেন। এই সময় আরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ নেতা আসিফুল মওলা, সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন সেতু, নুর আল হেলাল, রিদুয়ান আলী, শহর ছাত্রলীগ সভাপতি মোর্শেদ হোসাইন তানিম, সাধারণ সম্পাদক শাকিল আজম, আইন কলেজ আহবায়ক ইসমাঈল সাজ্জাদ, ছাত্রলীগ নেতা মঞ্জুরুল আহসান, রউফ উন নেওয়াজ ভুট্টো, সাদ্দাম হোসেন, কামরুল হাসান সোহাগ, ওয়াজেদ আলী মোরাদ, শাহ নিয়াজ,মেহেদী হাসান, ইব্রাহিম আজাদ বাবু, পরওয়ার হাবীব মোস্তফা বকুল, শাখাওয়াত হোসেন, মোঃ শাকিল, আবেদ কাসেম, মফিজুর রহমান বাবলু, তৌহিদ, ফিরোজ খোকা প্রমূখ।


শেয়ার করুন