পদত্যাগপত্র নিয়ে আইসিসির ভিন্ন ব্যাখ্যা

স্পোর্টস ডেস্ক:

অন্যায়ের প্রতিবাদ জানাতে গিয়ে আইসিসির সভাপতির পদ থেকে পদত্যাগ করছেন আ হ ম মুস্তফা কামাল। আইসিসির সদ্য সাবেক প্রেসিডেন্ট মুস্তফা কামালের প্রতি তারপরও যেন আক্রোশ কমছে না ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার। এবার তার পদত্যাগপত্রকে ভুলভাবে ব্যাখ্যা করলো আইসিসি।

বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামালের অফিস থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, আইসিসি তাদের নিজস্ব ওয়েবসাইটে জানায়, মুস্তফা কামাল নাকি আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসনের কাছে লেখা পদত্যাগপত্রে আইসিসির কর্মকর্তাদের কাছে ক্ষমা-প্রার্থনা করেন।

কিন্তু বাস্তব ঘটনা ভিন্ন। জনাব কামাল পদত্যাগপত্রে উল্লেখ করেন, ‘দীর্ঘ ৬ বছর ধরে আমি আইসিসির বিভিন্ন পদের সঙ্গে জড়িত ছিলাম। এই সময়ের মধ্যে যদি কাউকে আঘাত করে থাকি তবে তাদের কাছে আমি দুঃখ-প্রকাশ করছি।’

মুস্তফা কামালের অফিস থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জনাব কামাল সাধারণ সৌজন্যতার খাতিরে তার সাবেক সহকর্মীদের কাছে দুঃখ-প্রকাশ করেন। আর সেই ভদ্রতার বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করেছে আইসিসি। তারা তাদের নিজস্ব ওয়েবসাইটে উল্লেখ করেছে, ‘আইসিসির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করেছেন মুস্তফা কামাল। কারও বিরুদ্ধে তার কোন অভিযোগ নেই।’

এরপর মুস্তফা কামালের পক্ষ থেকে আইসিসিতে অনেক যোগাযোগ করার চেষ্টা করা হলেও কেউ ফোন ধরেনি। ই-মেইল করলে তারা বলেছে, ‘আমাদের কিছু করার নেই। যা দিয়েছি সেটাই থাকবে।’


শেয়ার করুন