নয়াপাড়া শরনার্থী ক্যাম্প থেকে মানবপাচারকারী আটক

imagesআমান উল্লাহ আমান, টেকনাফ ॥  

টেকনাফের নয়াপাড়া শরনার্থী ক্যাম্প থেকে এক ব্যক্তিকে আটক করে থানায় হস্তান্তর করেছে ক্যাম্প কর্তৃপক্ষ। মানবপাচার ও বিভিন্ন সময়ে ডাকাতির সাথে জড়িতের অভিযোগ তাকে আটক করা হয় বলে জানা গেছে। আটক ব্যক্তি হচ্ছে এইচ ব্লকের ৫ নং শেডের ৪ নং রুমের বাকের আহমদের ছেলে মাহামুদুল হাসান। এসময় সে পালানোর জন্য নিজ ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে একাধিক ঘর পুড়ে যাই। ২৭ অক্টোবর মঙ্গলবার ভোর রাত সাড়ে তিনটার দিকে তাকে আটক করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার উক্ত মাহামুদুল হাসানকে থানায় হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকমাস পূর্বে পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে নিহত আন্তর্জাতিক মানবপাচারকারী আমান উল্লাহর সহযোগী মানব পাচারকারী আটক মাহামুদুল হাসান। আমান উল্লাহ নিহত হওয়ার পর থেকে ডাকাত দলের সাথে সখ্যতা গড়ে তুলে পাহাড়ে অবস্থান নিয়ে সে বিভিন্ন সময় ডাকাতি করে যাচ্ছে। আটকের দিন ক্যাম্পে অবস্থানের খবর পেয়ে ক্যাম্প ইনচার্জ জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় হস্থান্তর করে।


শেয়ার করুন