নেপালের নতুন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি

কে পি শর্মা ওলি

কে পি শর্মা ওলি

সিটিএন ডেস্ক :

আবার মার্কসবাদী প্রধানমন্ত্রী পেল নেপাল। নেপালের নতুন প্রধানমন্ত্রী হলেন কে পি শর্মা ওলি।
আজ নেপালি সংসদে ভোটাভুটিতে প্রধানমন্ত্রী পদে তাঁর প্রতিদ্বন্দ্বী নেপালি কংগ্রেসের প্রার্থী সুশীল কৈরালাকে বড় ব্যবধানে হারিয়ে দেন ওলি। তিনি দেশের কমিউনিস্ট পার্টি-সিপিএন-ইউএমএলের চেয়ারম্যান। ওলি সিপিএন-ইউএমএলের চতুর্থ নেতা, যিনি প্রধানমন্ত্রী হলেন।

নেপালি সংসদ সর্বসম্মতিতে নেতা বেছে নিতে না পারায় অনিবার্য হয়ে পড়েছিল ভোটাভুটি। ৫৮৭ সদস্যের নেপালি সংসদে নতুন প্রধানমন্ত্রী ওলি পেয়েছেন ৩৩৮টি ভোট। ২৯৯টি ভোট পেলেই জয়ী হতেন তিনি। তার চেয়েও ৩৯টি ভোট বেশি পেয়েছেন। আর তাঁর প্রতিদ্বন্দ্বী, নেপালি কংগ্রেস নেতা সুশীল কৈরালা পেয়েছেন ২৪৯টি ভোট। ২০০৬ সালে গিরিজা প্রসাদ কৈরালা সরকারে উপ-প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন ওলি। ৬৩ বছর বয়সী ওলি গত বছরেই তাঁর দল সিপিএন-ইউএমএলের চেয়ারম্যান হন। – সূত্র : কলকাতা ২৪


শেয়ার করুন