নিহত জঙ্গিদের আসামি করে মামলা

6rskydon_bn_2420160728040311

রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানে নিহত জঙ্গিদের আসামি করে মিরপুর মডেল থানায় একটি মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত দেড়টার দিকে পুলিশ বাদী হয়ে এ মামলাটি দায়ের করে।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব বাংলানিউজকে বলেন, ‘অভিযানে নিহত জঙ্গিসহ আরও বেশ কয়েকজনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’

এদিকে রাত একটার দিকে ‘তাজ মঞ্জিল’ নামে ওই বাড়িটির সামনে গিয়ে দেখা যায়, মূল ফটকে তালা ঝুলছে। বাসার ভাড়াটিয়ারাও চলে গেছেন।

পুরো ভবন জুড়েই নীরবতা বিরাজ করছে। তবে বাড়ির বাইরে রযেছে পুলিশি পাহারা।

বাড়িটির সামনে দায়িত্বরত মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান আলী জানান, ভবন থেকে সব ভাড়াটিয়া চলে গেছেন।

‍‘পুলিশের অভিযান নয়, জঙ্গি আস্তানা জেনেই পরিবার পরিজন নিয়ে ‍অন্যত্র চলে গেছেন তারা।’ যোগ করেন তিনি।

গত ২৫ জুলাই রাতে কল্যাণপুরে ৫ নম্বর রোডের ৫৩ নম্বর বাড়িটিতে (তাজ মঞ্জিল) জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। পরে মঙ্গলবার (২৬ জুলাই) ভোরে ‘স্টর্ম-টোয়েন্টি সিক্স’ অপারেশন চালায় আইন-শ‍ৃঙ্খলা বাহিনী। এতে নয় জঙ্গি নিহত হয়।

আর হাসান নামে আহত এক জঙ্গিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ১৩টি গ্রেনেড, ১৯টি ডেটোনেটর, ৭.৬২ এমএম রাইফেল, ম্যাগজিন, তলোয়ার, ছুরি, চাপাতিসহ বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ করা হয়।


শেয়ার করুন