নিষেধাজ্ঞার মেয়াদ পেরোলেও নদীতে ডিমওয়ালা ইলিশ

hilsa-fish_8200_29744-400x300সিটেএন ডেস্ক:
নিষেধাজ্ঞার মেয়াদের পরও নদীতে পাওয়া যাচ্ছে ডিমওয়ালা ইলিশ, যার প্রভাব পড়েছে বাজারেও। এ অবস্থায় অভিযানের সফলতা নিয়ে প্রশ্ন উঠেছে জেলেদের কাছ থেকে। আশ্বিনের পূর্ণিমায় ডিম ছাড়ে মা ইলিশ। এমন তথ্যের ভিত্তিতেই ১১ বছর আগে প্রজনন মৌসুমে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। প্রতিবছর আশ্বিনের পূর্ণিমার আগে ও পরে ১০ থেকে ১৫ দিন বন্ধ রাখা হয় ইলিশ ধরা। এবারও বন্ধ ছিল ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত।

বরিশালের আকতার ফারুক শাহিন ও ভোলার আফজাল হোসেনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ভিডিও প্রতিবেদনটি এনটিভি থেকে নেয়া। যা আমাদেও সময় ডট কমের পাঠকদের জন্য তুলে ধরা হলো।


শেয়ার করুন