নিষিদ্ধ হলেন পাকিস্তানি স্পিনার ইয়াসির

Yasir-Shah-p-400x225ক্রীড়া ডেস্ক

নিষিদ্ধ শক্তিবর্ধক মাদক গ্রহণের অভিযোগ স্বীকার করার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহ। নভেম্বরে ইয়াসিরের শরীরে নিষিদ্ধ শক্তিবর্ধক মাদক ক্লোরথালিডোনের নমুনা পাওয়া যায়।
ডিসেম্বরের ২৭ তারিখ থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে মার্চের ২৭ তারিখ। এর ফলে এশিয়া কাপ এবং টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবেন না এই ২৭ বছর বয়সী খেলোয়াড়।
ইয়াসিরের দাবি করেন ভুল করে নিজের ব্লাড প্রেশারের ঔষধের বদলে স্ত্রীর ঔষধ খেয়ে ফেলেছিলেন তিনি। আর তা থেকেই এই বিপত্তি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বলেছে, তারা ইয়াসিরের ভুল করে ওষুধ খাবার দাবি বিশ্বাস করলেও, শক্তিবর্ধক মাদকের ব্যপারে সংস্থাটি বিন্দুমাত্র সহনশীলতা দেখাতেও রাজি নয়। বিবিসি বাংলা


শেয়ার করুন