নিলামে বিক্রি মৎস্য অবতরণ কেন্দ্র

COXSBAZAR-NEWS-PIC-4-BMচীফ রিপোর্টার, সিটিএন:
নদীতে হেলে পড়ায় কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র নিলামে বিক্রি করে দেয়া হয়েছে। মঙ্গলবার এক প্রক্রিয়ার মাধ্যমে ১ লাখ ২০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয় এই ভবনটি। নিলাম গ্রহীতাকে আগামী সাত দিনের মধ্যে ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে ফেলারও নির্দেশ দেয়া হয়েছে। জেলা প্রশাসক মো. আলী হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক শরীফুল ইসলাম জানান, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হেলে পড়া অতি ঝুঁকিপূর্ণ তিন তলা বিশিষ্ট মৎস্য অবতরণ কেন্দ্রের ভবনটি নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।
৬ জুলাই রাত সাড়ে ৮টার দিকে জেলার একমাত্র এ মৎস্য অবতরণ কেন্দ্রের তিনতলা ভবনের উত্তর পার্শ্ব বাঁকখালী নদীতে হেলে পড়ে। এতে বন্ধ হয়ে যায় নৌ-চলাচল। ব্যবসায়ী ও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে সোমবার রাতেই জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহার নেতৃত্বে প্রশাসনের কর্তা ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছেন। এ ছাড়া ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, গণপূর্ত ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঝুঁকি এড়াতে ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।


শেয়ার করুন