নাশকতা ঠেকাতে প্রয়োজনে ‘যেকোনো’ পদক্ষেপ: পুলিশকে প্রধানমন্ত্রী

pm_1বিএনপি আন্দোলনের নামে জঙ্গি তৎপরতা চালাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের প্রতি নির্দেশ দিয়েছেন, যারা মানুষ পুড়িয়ে মারছে তাদের দমন করতে প্রয়োজনে `যেকোনো’ পদক্ষেপ নিতে হবে।

বুধবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এ দায়িত্ব পালনে পুলিশের ভূমিকা অগ্রগণ্য। এক্ষেত্রে যেকোনো ব্যবস্থাগ্রহণের স্বাধীনতা পুলিশের দেয়া হচ্ছে। আপনারা শুধু জনগণের জান-মালের নিশ্চয়তা দিতে প্রয়োজনে আরো কঠোরভাবে দায়িত্ব পালন করুন।

হরতাল-অবরোধে পেট্রোল বোমা হামলায় ‘মানুষ হত্যার’ চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এটা সম্পূর্ণভাবে সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ড। এই সন্ত্রাসী, জঙ্গিবাদী কর্মকাণ্ড দমনের জন্য যখন যেখানে যা করা প্রয়োজন আপনারা তাই করবেন। কারন মানুষ সেটা আশা করে।

–প্রিয়.কম


শেয়ার করুন