নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে স্বাক্ষর সংগ্রহ অভিযান

Brac pic-02সংবাদ বিজ্ঞপ্তি:

টি.এম.সি বালিকা উচ্চ বিদ্যালয়ে মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচির উদ্যোগে ১৮ জুলাই সোমবার দুপুর ১২.৩০ ঘটিকায় নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে স্বাক্ষর সংগ্রহ অভিযান পালিত হয়।
মেজনিন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট রবিউল ইসলামের পরিচালনায় স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করেন টি.এম.সি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: আব্দুর রহিম।
স্বাক্ষর সংগ্রহ অভিযানে আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, কাউছার জাহান তালুকদার, জাহেদা সুলতান, মেজনিন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট মাসুদ রানা, মেজনিন স্টুডেন্ট’স ওয়াচগ্রুপের প্রতিনিধি প্রমূখ।
স্বাক্ষর সংগ্রহ অভিযানে শিক্ষকসহ দেড় শতাধিক শিক্ষার্থী নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে ব্যানারে স্বাক্ষর করে প্রতিবাদ ব্যক্ত করেন।


শেয়ার করুন