নারীদের ক্ষমতায়নে সরকার কাজ করে যাচ্ছে -এমপি কমল

30.10.2015খালেদ হোসেন টাপু, রামু:
“মানবতার সেবায় আমাদের লক্ষ্য, জয় হউক মানবতার’’ এ শ্লোগানকে ধারণ করে রামুতে কক্স হিউম্যান রাইট্স ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রামু মেরংলোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত পারিবারিক সমাবেশে প্রধান অতিথি কক্সবাজার সদর-রামু আসনের এমপি আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, কক্স হিউম্যান রাইট্স ফাউন্ডেশন কক্সবাজার জেলায় পত্যেন্ত অঞ্চলে আতœ মানবতার সেবায় যে মহৎ কাজ চালিয়ে যাচ্ছে তা প্রসংশনীয়। এ সংগঠনের সার্বিক সহযোগিতাসহ জেলায় নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ বন্ধে জনসচেতনা সৃষ্টির পাশাপাশি অত্র সংগঠনের মাধ্যমে অবহেলিত গ্রামের নারী-পুরুষদের প্রশিক্ষণের মাধ্যমে দেশরতœ প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার আহবান জানান। সমাবেশে তিঁনি রামুসহ কক্সবাজার জেলায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তোলে ধরেন। উক্ত পারিবারিক সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারী নেত্রী সংরক্ষিত মহিলা আসনের এমপি খোরশেদ আরা হক। বিশেষ অতিথি ছিলেন, রামু উপজেলা নির্বাহী অফিসার সেলিনা কাজী, রামু থানার (ভারপ্রাপ্ত) ওসি মো. কায় কিসলু। সংগঠনের অজীবন সদস্য আবুল কাশেম সাগর এর সঞ্চলনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন কক্স হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সুরেশ বড়–য়ার বড়–য়া বাঙ্গালী। সমাবেশে সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন মূখপাত্র মীর নাছির উদ্দিন, একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের রামু উপজেলা সমন্বয়কারী সুপানন্দ বড়–য়া, ফতেখাঁরকুলের মহিলা সদস্য রাবিয়া বশরী রাবু, নারী নেত্রী জুলেখা বেগম, নির্বাহী সদস্য মো. দুধু মিয়া। আরও বক্তব্য রাখেন, সংগঠনের ফতেখাঁরকুল ৪নং ওয়ার্ডের সভাপতি জিন্নাতুননেছা সিকদার, ৮নং ওয়ার্ডের সভাপতি মো.সোহেল, ৯নং ওয়ার্ডের সহ-সভাপতি মো.দোলেয়ার, ফতেখাঁরকুল ইউনিয়নের সহ-সভাপতি প্রিয়াংকা শর্মা। উপস্থিত ছিলেন, খুনিয়া পালং ইউপি চেয়ারম্যান সাংবাদিক আব্দুল মাবুদ, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, এমপির ব্যক্তিগত সহকারী আবু বকর ছিদ্দিক, রামু রির্পোর্টাস ইউনিটির সহ-সভাপতি অর্পণ বড়–য়া, ছাত্রলীগ নেতা রাশেদ আলী খান, যুব নেতা উত্তম মহাজন, চাকমারকুল ইউনিয়নের সভাপতি ইউপি সদস্য আল মর্জিনা, সহ-সভাপতি মরিয়ম বেগম, গুলজার বেগম, সাধারণ সম্পাদক ইয়াছমিন আক্তার, ফতেখাঁরকুলের সভাপতি লিজা বড়–য়া, সহ-সভাপতি ফাতেমা বিনতে ফাতিন, রোকেয়া আক্তার, মর্জিনা আক্তার লিমা, কাউয়ারখোপ ইউনিয়ন সভাপতি ওবাইদুল হক, সাধারণ সম্পাদক হোসেন আরাসহ প্রমূখ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন যুগ্ন সম্পাদিকা মর্জিয়া আক্তার মাহি। সমাবেশে রামু উপজেলার ১১টি ইউয়িনের প্রায় হাজারো নারী-পুরুষ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন