নাছিরের পক্ষে কাজ করার ঘোষণা মহিউদ্দিনের

_AZM_Nasir_Ctচট্টগ্রামের তিন বারের মেয়র মহিউদ্দিনের এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা ছিল। কিন্তু শুক্রবার গণভবনে বৈঠকে চট্টগ্রাম নগর সম্পাদক নাছিরের পক্ষে অবস্থান জানান দলীয় প্রধান শেখ হাসিনা।

ঢাকা থেকে ফেরার পর মহিউদ্দিন শনিবার নগরীর চশমা হিলের বাসায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলের পক্ষে তাকে (নাছির) সমর্থন দেওয়া হয়েছে। তার পক্ষে মাঠে নেমে প্রচার-প্রচারণার কৌশল নির্ধারণ করব।”

দুই-একদিনের মধ্যে নগর সাধারণ সম্পাদক নাছিরকে নিয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচনের পরিকল্পনা তুলে ধরা হবে বলেও জানান তিনি।

গণভবনের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে মেয়র পদে নাছিরকে সমর্থনের সিদ্ধান্ত জানিয়ে তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে দলীয় নেতাদের নির্দেশ দেন।

মহিউদ্দিন ছাড়াও মেয়র পদে আওয়ামী লীগ নেতাদের মধ্যে প্রার্থী হতে চেয়েছিলেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, সাবেক সংসদ নুরুল ইসলাম বিএসসি।

দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছেন জানিয়ে মহিউদ্দিন বলেন, “দল করতে গেলে দলের সিদ্ধান্ত অবশ্যই মানতে হবে। প্রার্থী হতে চেয়েছি, প্রত্যাহার করেছি।”

“আমরাই জয়ী হব। আপনারা আ জ ম নাছিরকে ভোট দেবেন,” নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

টানা তিনবার নির্বাচিত মহিউদ্দিনকে হারিয়ে বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বিএনপির এম মঞ্জুর আলম। এই নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়টি এখনও নিশ্চিত নয়।

বিএনপির বিষয়ে প্রবীণ আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বলেন, “নির্বাচনে অংশ নেওয়া ছাড়া তাদের কোনো উপায় নেই। তারা জনগণকে অনেক ভাঁওতা দিয়েছে। জনগণ অতিষ্ঠ। জঙ্গিবাদী অবস্থা থেকে সরে নির্বাচনে আসতে হবে।”

বিএনপির অংশ নিলেও দলের প্রার্থীর বিজয়ে আশাবাদী আওয়ামী লীগ নেতা বলেন, “নির্বাচনে জয়-পরাজয় রয়েছে। তবে আমরা জয়ের আশা নিয়েই নির্বাচনে অংশ নিচ্ছি।”

এছাড়া আগামী ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি করপোরেশনের সঙ্গে চট্টগ্রামেও নির্বাচন হবে। এখন প্রার্থীরা মনোনয়নপত্র কিনছেন, যা চলবে ২৯ মার্চ পর্যন্ত।


শেয়ার করুন