নাইক্ষ্যংছড়ি সীমান্তে উদ্ধারকৃত মাইন ধ্বংস

নাইক্ষ্যংছড়ি হাফিজুল ইসলাম চৌধুরী, নাইক্ষ্যংছড়ি :  

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪৯ নং পিলারের কাছ থেকে উদ্ধারকৃত স্থল মাইনগুলো সেনাবাহিনীর বিষ্ফোরক দল ধ্বংস করেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দুপুর ২টার দিকে সীমান্তের দোছড়ি ইউনিয়নের বাহিরমাঠ এলাকায় চট্টগ্রাম থেকে আগত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার কামরুলের নেতৃত্বে ৭ সদস্যের একটি টিম অবিষ্ফোরিত মাইনগুলো ধ্বংস করে।
এসময় ৩১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসান মুর্শেদ চৌধুরী, নাইক্ষ্যংছড়ি থানার এসআই ষ্ট্যালিন বড়ুয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন। লেফটেন্যান্ট কর্নেল হাসান মুর্শেদ চৌধুরী এ প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, উদ্ধারকৃত স্থল মাইনগুলো বিশেষজ্ঞ দলের মাধ্যমে পরীক্ষা করার পর নিষ্ক্রীয় দেখা গেছে। যা পরে ধ্বংস করা হয়। উল্লেখ্য, গত সোমবার (৫ জানুয়ারী) মিয়ানমার সীমান্তের বাংলাদেশ অভ্যান্তর থেকে ১২টি স্থল মাইন স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি ৩১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও থানা পুলিশ।


শেয়ার করুন