নাইক্ষ্যংছড়ি চোরাই কাঠ আটক

kat 31-10-15মো.আবুল বাশার নয়ন, নাইক্ষ্যংছড়ি : 
নিয়মিত অভিযানের অংশ হিসেবে নাইক্ষ্যংছড়িতে চোরাই কাঠ আটক করেছে বিজিবি। শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি সদরের ধুংরী হেডম্যানপাড়া এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় এসব কাঠ আটক করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সূত্র জানায়, কাঠ চোরাইকারবারীরা পাচারের উদ্দেশ্যে কিছু কাঠ মজুদ করেছে মর্মে গোয়েন্দা তথ্যে খবর পেয়ে ব্যাটালিয়ান সদরের হাবিলদার মোঃ সাইদুর রহমান এর নেতৃত্বে টহল দল মগপাড়া এলাকা অভিযান চালিয়ে প্রায় ৩২ ঘনফুট কাঠ আটক করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬২ হাজার টাকা। আটকৃত এসব কাঠ নাইক্ষ্যংছড়ি বন বিভাগে জমা করা হবে বলে বিজিবি জানিয়েছে।
এ প্রেক্ষিতে ব্যাটালিয়ানের অধিনায়ক লে.কর্ণেল হাসান মোরশেদ অভিযানের সত্যতা স্বীকার করে তিনি জানান- মাদকদ্রব্য চোরাচালান, অবৈধভাবে কাঠ পাচার ও পরিবহন রোধ এবং অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার রোধ করার নিমিত্তে বিজিবি’র এ ধরণের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।


শেয়ার করুন