নাইক্ষ্যংছড়ি চেয়ারম্যান তোফাইল আহামদকে সাময়িক বরখাস্ত

thofil-4মো.আবুল বাশার নয়ন, নাইক্ষ্যংছড়ি: 
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাইল আহামদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ উপজেলা শাখা-২ সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত চিঠিতে বৃহস্পতিবার ওই সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়। উপজেলা চেয়ারম্যান তোফাইল আহামদের বিরুদ্ধে ২০১২ সনে রামুর বৌদ্ধ বসতীতে হামলার ঘটনায় দায়ের করা ৩৯/২০১২ (জিআর ৩০৬/২০১২ দন্ড বিধি ২৯৫/২৯৫ (ক)/১৫৩(ক)৫০৫/১০৯/৩৪ ধারা মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু শাফায়াত মুহম্মদ শাহে দুল ইসলাম জানান,  মন্ত্রণালয়ের ফ্যাক্স কপি তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় পেয়েছেন। ৩৯/২০১২ মামলার অভিযোগে উপজেলা চেয়ারম্যানকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বরখাস্ত করেছে বলে তিনি জানান।
অপরদিকে তোফাইল আহামদ বহিষ্কারাদেশের কথা স্বীকার করে- যে মামলায় তাঁকে বহিষ্কার করা হয়েছে তার সাথে কোন ধরনের সম্পৃক্ত নেই বলে দাবী করেন তিনি।


শেয়ার করুন