নাইক্ষ্যংছড়ির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন কামাল 

Kaml cupমো.আবুল বাশার নয়ন, নাইক্ষ্যংছড়ি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিলেন প্যানেল চেয়ারম্যান মো: কামাল উদ্দিন। মামলাজনিত কারনে উপজেলা চেয়ারম্যান তোফাইল আহামদ সাময়িক বরখাস্ত হওয়ায় তিনি তার স্থলাভিষক্ত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯৮ [উপজেলা পরিষদ সংশোধন আইন, ২০১১ দ্বারা সংশোধিত]- এর ১৩খ ধারার (২) উপধারা অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের স্মারক নং- ৪৬.০৪৫.০২৭.০৮.০৪৪.৪৪.২০১৫-১০২২, এবং উপ পরিচালক (উপসচিব) স্থানীয় সরকার শাখা, বান্দরবান পার্বত্য জেলার স্মারক নং- ০০.০০.০৩০০.২১০.০৮.০২২.১৫-২৭৫ মোতাবেক গত ১ অক্টোবর সাবেক ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বভার অর্পন ও গ্রহণ করা হয়।
দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কামাল উদ্দিন বলেন, সকলের সহযোগিতা নিয়ে নাইক্ষ্যংছড়ি উন্নয়ন অব্যাহত রাখা হবে।


শেয়ার করুন