বেতনস্কেল থেকে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বাদ দেওয়ার দাবীতে

নাইক্ষ্যংছড়িতে সরকারী কর্মকর্তা-কর্মচারীর মানববন্ধন

Nc news ManabBanddonমো.আবুল বাশার নয়ন, নাইক্ষ্যংছড়ি:

বেতনস্কেল থেকে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বাদ দেওয়া এবং উপজেলা পরিষদকে কার্যকর করার নামে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাকে অসম্মানিত করার প্রতিবাদে সারাদেশের ন্যায় বান্দরবানের নাইক্ষ্যংছড়িতেও সরকারী কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছে। বুধবার ২৮ অক্টোবর দুপুর সাড়ে ১২ টায় উপজেলার প্রায় ১৭টি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করেন।

মানববন্ধনে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বিতরণকৃত ঘোষনা পত্রে উল্লেখ করা হয়, কর্মকর্তা কর্মচারীগণ জন কল্যাণে জাতীয় উন্নয়নে প্রত্যক্ষভাবে ভূমিকা পালনকারী প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক এবং বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৬টি ক্যাডার ও বিভিন্ন ফাংশনাল সার্ভিসের কর্মকর্তা কর্মচারীগণ একটি গণমুখী কল্যাণ ধর্মী জনপ্রশাসন গড়ে তোলার জন্য প্রায় ৩দশক ধরে দাবী জানিয়ে আসছেন। কিন্ত উচ্চ আমলাদের কুট চালের কারনে সে দাবী আলোর মুখ দেখেনি। উপজেলা পরিষদকে কার্যকর করার নামে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাকে অসম্মানিত করে ইউএনওকে একক কর্তৃত্ব প্রদানের মত সার্কুলার জারী করায় সরকারী কর্মকতা-কর্মচারীদের মাঝে অসন্তোষ বিরাজ করছে বলে দাবী করেন।

মানববন্ধনে অংশ নেন উপজেরা কৃষি অফিসার জাহিদুর রহমান, মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো: কামাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার পলাশ চৌধুরী, ডাক্তার সাগর দেব তপু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল মতিন, ফারুকুল ইসলাম, মো: আইয়ুব, সাইফুল ইসলাম, শিমুল রঞ্জন শীল, দেবাশীষ ভট্টাচার্য্য, টিটন কুমার দে, মুহিবুল ইসলাম, সেলিনা আক্তার, শিমুল কান্তি বড়ুয়া, আবদুর রহিম, আবদুল গফুর, মিজানুর রহমান, রঞ্জন কুমার চৌধুরী, মধু সুধন দেব, নির্মল কান্তি বিশ্বাস, রিপন কান্তি মজুমদার, আইয়ুব আলী, আবুল কালাম, শাহ আলম, পীযূষ কান্তি চাকমা, তপতী চাকমা, হাতেম আলী, সোলতান আহমদ, গোলাম মাওলা, আবুল হোসেন, জহিরুল ইসলাম, মো: আবছার, মো: জাকারিয়া, মো: রশিদ, আবদুর রাজ্জাক হিরু, মো: বেলাল হোসেন প্রমুখ।


শেয়ার করুন