নাইক্ষ্যংছড়িতে শরণার্থী ক্যাম্পের পাঁচ রোহিঙ্গা আটক

imagesমো.আবুল বাশার নয়ন, নাইক্ষ্যংছড়ি :
নাইক্ষ্যংছড়ি থেকে কুতুপালং শরণার্থী ক্যাম্পের পাচঁ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে ৫০ বিজিবি। মঙ্গলবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী আশারতলী পুরাতন বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো মো: সিরাজ (২২) পিতা- সোলতান আহামদ, জিনুক (১৭), সানজিদা (২৫), উভয় পিতা- জাকারিয়া, ছমিরা বেগম (৭) শেখ আবদুল্লাহ (৫), উভয় পিতা- মোহাম্মদ উল্লাহ। আটকৃতরা কুতুপালং আন রেজি: শরণার্থী ক্যাম্পের বলে পুলিশ নিকট স্বীকার করেছে। এর আগে গত সোমবার শরণার্থী ক্যাম্প থেকে আশারতলী এলাকার জনৈক আবদুর রহিম ধলাইয়া ও নুরুল আলমের বসতবাড়িতে আশ্রয় নিয়েছিল। গোপন সংবাদে খবর পেয়ে রামু ৫০ বিজিবির আশারতলী ক্যাম্পের নায়েক সুবেদার গোলাম মহিউদ্দিনের নেতৃত্বে বিজিবি তাদের আটক করে। এ সংবাদ লিখা পর্যন্ত আটকৃতদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট শরণার্থী ক্যাম্পে যোগাযোগ করা হচ্ছিল।


শেয়ার করুন