নাইক্ষ্যংছড়িতে চোলাই মদসহ পাচারকারী আটক

unnamedমো.আবুল বাশার নয়ন, নাইক্ষ্যংছড়ি :

নাইক্ষ্যংছড়ি বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে চোলাই মদ সহ পাচারকারীকে আটক করেছে বিজিবি। ঈদের ছুটি ও আইন শৃঙ্খলাবাহিনীর ব্যস্ততার মাঝে গত শুক্রবার রাতে পাচারের সময় ১শত লিটার চোলাই মদসহ নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আদর্শগ্রাম এলাকার আবু বক্করের ছেলে আবদুল করিমকে হাতেনাতে আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, গত শুক্রবার ব্যাটালিয়ন সদরের একটি টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাবিলদার মোঃ সাইদুর রহমান এর নেতৃত্বে মসজিদঘোনা নামক এলাকায় অভিযান চালায়। এসময় পাচারকারী দলের এক সদস্যকে আটক করতে সক্ষম হলেও চারজন দৌড়ে পালিয়ে যায় বলে সূত্র জানিয়েছে। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে প্লাষ্টিকের বস্তা ভর্তি ১শত লিটার চোলাই মদ জব্দ করে। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

এ বিষয়ে ৩১ ব্যাটালিয়নের পরিচালক লে.কর্ণেল হাসান মোরশেদ অভিযানের সত্যতা স্বীকার করে জানান- মাদকদ্রব্য চোরাচালান, অবৈধভাবে কাঠ পাচার ও পরিবহন রোধ এবং ঈদ পরবর্তীতে অবৈধভাবে চামড়া পাচার রোধ করার নিমিত্তে বিজিবি’র এ ধরণের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।


শেয়ার করুন