নাইক্ষ্যংছড়িতে চোরাই কাঠ আটক

Kat Atok-26-10-15মো.আবুল বাশার নয়ন, নাইক্ষংছড়ি:
নাইক্ষ্যংছড়ি ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে চোরাই কাঠ আটক করা হয়েছে। সোমবার ২৬ অক্টোবর ৩১ বিজিবির আওতাধীন দোছড়ি বিওপির একটি বিশেষ টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দোছড়ি ইউনিয়নের টেংরা ছাতিরকুল নামক এলাকায় অভিযান চালিয়ে এসব কাঠ আটক করে। জানা গেছে, দোছড়ি নদী পথ হয়ে আনুমানিক ৩৩০ ঘনফুট এসব সেগুন বল্লী কাঠ পাচারের খবর পেয়ে বিজিবির নায়েব সুবেদার মোঃ আব্দুল মতিন এর নেতৃত্বে সঙ্গীয় র্ফোস অভিযান চালায়। এসময় পাচারকারীরা পালিয়ে গেলেও চোরাই কাঠগুলি আটক করে তুলাতলী বন বিটে মামলা নং ইউডিওআর-০৬-তুলা-অব-২০১৫-২০১৬ জমা করেছে বিজিবি। আটকৃত কাঠের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৯৭ হাজার টাকা।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ৩১ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল হাসান মোরশেদ জানিয়েছেন- সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদকদ্রব্য চোরাচালান, অবৈধ কাঠ পাচার ও পরিবহন রোধ এবং অন্যান্য যে কোন ধরণের অবৈধ পণ্য সামগ্রী পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে।


শেয়ার করুন